X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কলকাতায় ফ্লাইওভার ধস: সার্বক্ষণিক পর্যবেক্ষণে বাংলাদেশ উপ হাইকমিশন

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ২১:১০আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২১:১৪

কলকাতায় ফ্লাইওভার ধসে প্রাণহানির ঘটনায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ বাংলা ট্রিবিউনকে জানান, এখন পর্যন্ত কোনও বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা এখানকার হাসপাতালগুলো পর্যক্ষেণ করছি। মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। মুখ্যমন্ত্রীর দফতর নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও জানান, কলকাতার উপ হাইকমিশনে সার্বক্ষণিক লোক রাখার ব্যবস্থা করা হয়েছে; যাতে করে তাৎক্ষণিকভাবে তারা যে কারও ফোন কল গ্রহণ করতে পারেন। এছাড়াও স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর সঙ্গেও আমরা এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

কলকাতায় ফ্লাইওভার ধস

এদিকে নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভারের একাংশ ধসের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৮। উত্তর কলকাতার গণেশ টকিজের কাছে বৃহস্পতিবার দুপুরে ভেঙে পড়ে ধসে পড়ে ফ্লাইওভারটির একাংশ। দুপুর সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনার পরপরই সেখানে পৌঁছায় কেন্দ্রীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। এছাড়া উদ্ধার কাজে নামে সামরিক বাহিনীর একটি উদ্ধারকারী দল। ঘটনাস্থলে কাজ শুরু করে তিনটি মেডিক্যাল টিম।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং দমকলমন্ত্রী জাভেদ খান। বুধবার রাতেই ভেঙে পড়া অংশটিতে ঢালাই করা হয়েছিল বলে জানা গেছে। ধ্বংসস্তূপে আটকে রয়েছে বেশ কয়েকটি যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনার পরপরই ধ্বংসস্তূপের নিচে আগুন ধরে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

/এসএসজেড/এমপি/টিএন/

সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ