X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচন শুরু

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৬, ১১:১৮আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১১:২২

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনে সোমবার সকালে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মাওবাদী প্রভাবিত ১৮টি আসনে এবং আসামের ৬৫টি আসনে ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুরে ভোটগ্রহণের জন্য আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া নজরদারি চালানো হবে দুটি হেলিকপ্টারের মাধ্যমেও। গত কয়েকদিন ধরেই নির্বাচনি এলাকায় টহল দিচ্ছেন আধাসামরিক বাহিনীর সদস্যরা।

রবিবারের পর আসামে আরও এক দফা এবং পশ্চিমবঙ্গে আরও ছয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে পশ্চিমবঙ্গে সিপিএম ও কংগ্রেস জোটকে হারিয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে এক জনমত জরিপে উঠে এসেছে। জরিপে দেখা গেছে, পশ্চিবঙ্গে এবারও জয় পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ভারতের এবিপি নিউজ পরিচালিত ওই জনমত জরিপ অনুযায়ী, বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ১৭৮টিতে জয় পেতে যাচ্ছে তৃণমূল। আর সিপিএম-কংগ্রেস জোট পেতে পারে ১১০ আসন।

এদিকে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে, আসামে বিজেপি ও কংগ্রেস-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

ভারতের নির্বাচনে ভোটারদের লাইন। ফাইল ছবি।

বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণের মাত্র দু'দিন আগে শনিবার পশ্চিমবঙ্গে আসানসোলে নির্বাচনি সভায় অংশ নেন রাহুল গান্ধী। তিনি তৃণমূল ও বিজেপি'র কড়া সমালোচনা করেন। এ সময় সিপিএম-কংগ্রেস জোটকে জয়যুক্ত করতে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আহ্বান জানান।

রাহুল গান্ধী বলেন, 'এবারের নির্বাচনে তৃণমূলকে পরাজয় করতে কংগ্রেস-সিপিএম এক হয়ে লড়বে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার অধিকাংশ প্রতিশ্রুতি পুরণ করেননি। জনগণ তৃণমূলের ওপর ভরসা করলেও, তারা বিশ্বাসঘাতকতা করেছে।’

আসামে বিজেপি ও কংগ্রেস পরিচালিত প্রায় সমান সমান অবস্থানে থাকতে পারে বলে এক জনমত জরিপে উঠে এসেছে। প্রদেশটিতে বিধানসভার ১২৬ আসনের মধ্যে বিজেপি ৫৫ ও কংগ্রেস ৫৩টিতে জয় পেতে পারে। সেক্ষেত্রে ঝুলন্ত পার্লামেন্ট গঠন হতে পারে আসামে।

/এমপি/

সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক  
বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক  
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!