X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচন শুরু

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৬, ১১:১৮আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১১:২২

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনে সোমবার সকালে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মাওবাদী প্রভাবিত ১৮টি আসনে এবং আসামের ৬৫টি আসনে ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুরে ভোটগ্রহণের জন্য আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া নজরদারি চালানো হবে দুটি হেলিকপ্টারের মাধ্যমেও। গত কয়েকদিন ধরেই নির্বাচনি এলাকায় টহল দিচ্ছেন আধাসামরিক বাহিনীর সদস্যরা।

রবিবারের পর আসামে আরও এক দফা এবং পশ্চিমবঙ্গে আরও ছয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে পশ্চিমবঙ্গে সিপিএম ও কংগ্রেস জোটকে হারিয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে এক জনমত জরিপে উঠে এসেছে। জরিপে দেখা গেছে, পশ্চিবঙ্গে এবারও জয় পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ভারতের এবিপি নিউজ পরিচালিত ওই জনমত জরিপ অনুযায়ী, বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ১৭৮টিতে জয় পেতে যাচ্ছে তৃণমূল। আর সিপিএম-কংগ্রেস জোট পেতে পারে ১১০ আসন।

এদিকে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে, আসামে বিজেপি ও কংগ্রেস-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

ভারতের নির্বাচনে ভোটারদের লাইন। ফাইল ছবি।

বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণের মাত্র দু'দিন আগে শনিবার পশ্চিমবঙ্গে আসানসোলে নির্বাচনি সভায় অংশ নেন রাহুল গান্ধী। তিনি তৃণমূল ও বিজেপি'র কড়া সমালোচনা করেন। এ সময় সিপিএম-কংগ্রেস জোটকে জয়যুক্ত করতে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আহ্বান জানান।

রাহুল গান্ধী বলেন, 'এবারের নির্বাচনে তৃণমূলকে পরাজয় করতে কংগ্রেস-সিপিএম এক হয়ে লড়বে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার অধিকাংশ প্রতিশ্রুতি পুরণ করেননি। জনগণ তৃণমূলের ওপর ভরসা করলেও, তারা বিশ্বাসঘাতকতা করেছে।’

আসামে বিজেপি ও কংগ্রেস পরিচালিত প্রায় সমান সমান অবস্থানে থাকতে পারে বলে এক জনমত জরিপে উঠে এসেছে। প্রদেশটিতে বিধানসভার ১২৬ আসনের মধ্যে বিজেপি ৫৫ ও কংগ্রেস ৫৩টিতে জয় পেতে পারে। সেক্ষেত্রে ঝুলন্ত পার্লামেন্ট গঠন হতে পারে আসামে।

/এমপি/

সম্পর্কিত
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই