X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

লেবাননে শিশু অপহরণের চেষ্টার দায়ে অস্ট্রেলীয় সাংবাদিক অভিযুক্ত

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৬, ১৯:১৮আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৯:১৮
image

সন্তানকে নিজের কাছে রাখা নিয়ে এক দম্পতির বিবাদের মধ্যেই দুই শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে লেবাননে গ্রেফতার অস্ট্রেলীয় টিভি রিপোর্টারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। টারা ব্রাউন নামের ওই রিপোর্টার ও তার তিন সহযোগীর বিরুদ্ধে অপহরণসহ চারটি অভিযোগ আনা হয়েছে বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম চ্যানেল নাইন। একইসঙ্গে ওই শিশুদের মা-কেও অভিযুক্ত করা হয়েছে।

যে দুই শিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার ওই দুই শিশুর মা সালি ফাউলকনার ও অস্ট্রেলীয় রিপোর্টারসহ আরও দুই ব্রিটিশ নাগরিক ও দুইজন লেবাননের নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দুই শিশুকে অপহরণের চেষ্টা করছিলেন। সালি ফাউলকনারের দাবি, লেবাননে বসবাসরত তার সাবেক স্বামী আলি আমিন অনুমতি ছাড়াই তার সন্তানদের নিয়ে এসেছেন। তার অভিযোগ সন্তানদেরকে ছুটি কাটানোর কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল, এর পর আর ফেরত দেওয়া হয়নি। এ ইস্যুটি নিয়ে সালি ফাউলকনার ও তার স্বামীর মধ্যে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছে।
ধারণা করা হয়, ওই শিশুদের মায়ের কাছে ফিরিয়ে দিতে এবং পুরো ঘটনাটিকে ভিডিওতে ধারণ করতে লেবাননে আসেন টারা ব্রাউন।
বুধবার সকালে বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি ব্যস্ত রাস্তার সিসি ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজে দেখা যায়, ছয় বছর বয়সী লাহালা ও চার বছর বয়সী নোয়াহকে কয়েকজন লোক গাড়িতে তুলছেন। দাদির কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের গাড়িতে তোলা হয়। পরে মা ফাউলকনার গ্রেফতার হন। আর সন্তানদেরকে তাদের বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।
বাবা ও দাদির সঙ্গে দুই শিশু

বৃহস্পতিবার ফাউলকনারের সঙ্গেই বাকিদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার লেবাননের জাতীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, মাউন্ট লেবাননের অ্যাটর্নি জেনারেল ক্লদ কারাম গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার থেকেই অভিযুক্তদের কাছ থেকে জবানবন্দি নেওয়া শুরু হচ্ছে বলে মার্কিন সংবাদমাধ্যম এপিকে জানিয়েছেন লেবাননের এক বিচারিক কর্মকর্তা। অস্ট্রেলিয়ার আইনের আওতায় ফাউলকনারকে সন্তানদের দেখাশোনার ভার দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখবেন ম্যাজিস্ট্রেটরা। সূত্র: বিবিসি, ডেইলি মেইল

/এফইউ/ 

সম্পর্কিত
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৯৩৫: ইরান
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
ত্বকের যত্নে আমের খোসা কাজে লাগাবেন যেভাবে
ত্বকের যত্নে আমের খোসা কাজে লাগাবেন যেভাবে
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও দুই শিশুর মরদেহ উদ্ধার
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও দুই শিশুর মরদেহ উদ্ধার
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল