X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

প্রিন্সের শোকে পার্পল রঙে রঙিন যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৬, ১০:৪৫আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১২:২০

জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রিন্সের মৃত্যুতে শোক প্রকাশ করতে যুক্তরাষ্ট্রের দালানকোঠা, পত্রিকার প্রথম পাতা, বিভিন্ন ওয়েবসাইট, স্টেডিয়াম ইত্যাদি পার্পল রঙে রঙিন করে তোলা হয়েছে। বৃহস্পতিবার ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পার্পল রেইনখ্যাত বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী। উল্লেখ্য, পার্পল রেইন নামের ছবিতে সঙ্গীত পরিচালনা ও অভিনয় করেন প্রিন্স। এই ছবির সঙ্গীত পরিচালনার জন্য ১৯৮৪ সালে তাকে অস্কার পুরস্কারে ভূষিত করা হয়। তখন থেকেই পার্পল রঙের সঙ্গে প্রতিকী সম্পর্ক রচিত হয় প্রিন্সের।



প্রিন্সের শোকে পার্পল রঙে রঙিন যুক্তরাষ্ট্র

কারভার কাউন্টি শেরিফ এক বিবৃতিতে জানান, প্রিন্সকে তার পেইসলে পার্ক স্টুডিওর এলিভেটরে স্থানীয় সময় ৯ টা ৪৩ নাগাদ সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রিন্সের মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। শুক্রবার তার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।

প্রিন্সের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘আমরা সৃষ্টিশীলতার প্রতিমূর্তি এক শিল্পীকে হারালাম।’

_89383880_89383879

প্রিন্সের মৃত্যুতে পার্পল রঙে রাঙানো হয়েছে নাসা ভবনসহ নিউ ইয়র্ক ও নিউ অরলিন্সের নানা গুরুত্বপূর্ণ দালানকোঠা। এই শিল্পীর স্মরণে নাসার ওয়েবসাইটে একটি পার্পল নেবুলার ছবি শেয়ার করে লেখা হয়, প্রিন্স চলে গেলেন আজ, তার স্মরণে পার্পল নেবুলা। মিনেসোটা টুইনস বেসবল টিম একটি স্টেডিয়াম ও একটি ব্রিজ পার্পল রঙে রাঙিয়ে দেয়।     

প্রিন্সের শোকে পার্পল রঙে রঙিন যুক্তরাষ্ট্র

প্রিন্সের জন্ম ১৯৫৪ সালে। মাত্র সাত বছর বয়সে তিনি গান লিখতে শুরু করেন।  সঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করতে শুরু করেন ১৯৮০র দশক থেকে। প্রিন্স ছিলেন একাধারে বাদক, গায়ক, কবি ও সুরস্রষ্টা। সঙ্গীত অঙ্গনে ব্যাকরণ ও প্রযুক্তির উন্নতিতেও ভূমিকা রেখেছেন তিনি। 

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল জর্জিয়ায় মঞ্চে সঙ্গীত পরিবেশনের কিছুক্ষণের মধ্যেই প্রিন্সকে জরুরি ভিত্তিতে নিজস্ব বিমানে চিকিৎসার জন্য নেওয়া হয়। তবে সে সময় চিকিৎসা করে অল্প সময় পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।   

সূত্রঃবিবিসি 

/ইউআর/বিএ/

সম্পর্কিত
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকগাজায় যুদ্ধের অবসান নিয়ে সংশয় ও আশার দোলাচলে মধ্যপ্রাচ্য
সর্বশেষ খবর
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে