X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মিসরে পুলিশ হত্যায় ২০ ব্যক্তির মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৭, ২১:০৭আপডেট : ০২ জুলাই ২০১৭, ২১:১১

মিসরে পুলিশ হত্যায় ২০ ব্যক্তির মৃত্যুদণ্ড মিসরে ২০১৩ সালের বিক্ষোভে সহিংসতায় ১১ পুলিশ হত্যায় ২০ ব্যক্তিকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে দেশটির একটি আদালত। এ সহিংসতার মুখে সেনাবাহিনী ইসলামি সরকারকে ক্ষমতাচ্যুৎ করেছিল। রবিবার দেশটির আদালত এ রায় দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মামলায় অভিযুক্ত ছিলেন ১৫৬জন। মিসরের সামরিক সরকার এই সহিংসতায় মুসলিম ব্রাদারহুডকে দায়ী করে আসছে। কায়রোর নিকটবর্তী গিজা প্রদেশে এ সহিংসতা ঘটেছিল।

২০১৩ সালে ১৪ আগস্ট ইসলামি বন্দুকধারীরা রকেট চালিত গ্রেনেড একটি পুলিশ ফাঁড়ি লক্ষ্য নিক্ষেপ করে। এতে পুরো ফাঁড়িতে আগুন লেগে যায়। এ সময় ১১ পুলিশ নিহত হন। এর কয়েক ঘণ্টা পর নিরাপত্তা বাহিনী সহিংস উপায়ে বিক্ষোভ দমন করে। এতে কয়েকশ মানুষ নিহত হন।

বিচারপতি শেরিন ফাহমি রায় ঘোষণার সময় বলেন, আসামীদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই একটি গ্রুপ সংঘবদ্ধভাবে করেছে। কেউ কেউ নিজেই হত্যা করেছে, কেউ চুরি বা আগুন লাগিয়েছে। আবার কেউ কেউ রাস্তায় পাহারা দিয়েছে যাতে করে অপরাধীরা নির্বিঘ্নে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে হবে। কেউ হয়ত মসজিদের মাইক কাজে লাগিয়ে নাগরিকদের ব্যবহার করে সেনাবাহিনী ও পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা দিয়েছে। যদি এসব কাজ করা না হতো তাহলে হয়ত এই অপরাধ সংঘটিত হত না।

রায়ে ৮০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৪ জনকে ১৫ বছরের কারাদণ্ডের শাস্তি দিয়েছেন। এক নাবালককে ১০ বছরের শাস্তি দেওয়া হয়েছে। রায়ে ২১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এর আগে অপর একটি আদালত ১৮৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এর মধ্যে ২৮ জনের অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়েছিল। বাদীদের আবেদনের প্রেক্ষিতে দেশটির সর্বোচ্চ আদালত রবিবার এই রায় দিয়েছে। রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তরা আবারও আপিলের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০১৩ সালে জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি ওই সময়কার ক্ষমতাসীন প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে উৎখাত করে ক্ষমতা দখল করেন। এক বছর পরে সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে