X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার মন্ত্রিসভায় বড় রদবদল

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২০

দক্ষিণ আফ্রিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আগের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেছেন। পদত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মন্ত্রীসভার কয়েকজনকে তিনি রাখলেও, অনেককে হয় পদাবনতি দিয়েছেন, না হয় মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দিয়েছেন। এসব রদবদলের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নেনেকে অর্থমন্ত্রী করায়। জুমা নেনেকে অর্থমন্ত্রীর পদে নিয়োগ করে আবার অপসারণও করেছিলেন। মন্ত্রীসভার এই রদবদল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

 

দক্ষিণ আফ্রিকার নতুন উপরাষ্ট্রপতি

রামাফোসার আগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন তার দল এএনসিরই জ্যাকব জুমা। দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠলে, রামাফোসার নেতৃত্বে তাকে  শান্তিপূর্ণভাবে পদত্যাগে রাজি করানোর চেষ্টা চালানো হয়। জুমার পদত্যাগের পর রামাফোসা প্রেসিডেন্ট নির্বাচিত হন। দায়িত্ব নেওয়ার পর রামাফোসা ‘এক নতুন ভোরের’ প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার রাতে মন্ত্রিসভায় রদবদলের এই খবর জানাতে গিয়ে রামাফোসা বলেন, ‘ধারাবাহিকতা ও স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংস্কার ও পরিবর্তন দ্রুত করার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই আমি এই রদবদল করেছি।’

দক্ষিণ আফ্রিকার সংবাদপত্র বিজনেসডে জানিয়েছে, লিন ব্রাউন, মোসেবেঞ্জি জোয়ানি, দ্যান্স ভ্যান রুয়েন, বালুলা, ডেভিড মাথলোবো, বোঙ্গানি বোঙ্গো, নাথ্লে এনথ্লেকো, লিঙ্গুয়ে ম্যাখিজেসহ  আরও কয়েকজনকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সংবাদপত্র মেইল অ্যান্ড গার্ডিয়ান জানিয়েছে, মালুসি গিগাবাকে অর্থমন্ত্রনালয় থেকে সরিয়ে তার পূর্বের কর্মস্থল স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।

বিবিসির জানিয়েছে, ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের উপসভাপতি ডেভিড মাবুজাকে উপরাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে। জ্যাকব জুমার সাবেক স্ত্রী I ওসাজানা দামিনি জুমাকেও মন্ত্রী করা হয়েছে। দামিনি রামাফোসার বিরুদ্ধে এএনসির প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ছিলেন।

আর অর্থমন্ত্রী হিসেবে নেনেকে নিয়োগ দেওয়া হয়েছে। নেনেকে ২০১৫ সালের ডিসেম্বরে অপসারণ করা হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। বিশেষ করে বিনিয়োগকারীরা আস্থার সঙ্কটে পড়েছিলেন। নেনেকে অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনাও হয়েছিল অনেক। দেশটির মুদ্রার মান গিয়ে ঠেকেছিল সর্বনিম্নে।

সিরিল রামাফোসা নিজেও একজন ব্যবসায়ী। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্নীতি দমনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণ তার প্রধান লক্ষ্য হবে।

/এএমএ/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
তোমার গানের ওপারে
তোমার গানের ওপারে
বার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাতের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ 
চ্যাম্পিয়নস লিগবার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাতের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ 
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশ
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশ
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ