X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১
নাইজারে অভ্যুত্থান

নিজেকে নতুন নেতা ঘোষণা করলেন জেনারেল আবদুরাহমানে তচিয়ানি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ১০:১১আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৫:১৩

নাটকীয় এক অভ্যুত্থানের পর নিজেকে নাইজারের নতুন নেতা ঘোষণা করেছেন জেনারেল আবদুরাহমানে তচিয়ানি। ওমর তচিয়ানি নামেও পরিচিত এই জেনারেলের নেতৃত্বে বুধবার দেশটির প্রেসিডেন্টকে অবরুদ্ধ করে ফেলে তার নিজের নিরাপত্তা কর্মীরাই।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম সুস্থ্য আছেন বলে জানা গেছে। তবে তিনি এখন নিজের সেনাদের হাতেই বন্দি। এই অঞ্চলে ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা দেশগুলো বাজুমকে গুরুত্বপূর্ণ মিত্র বলে বিবেচনা করতো। 

দীর্ঘদিন নাইজার শাসন করেছে ফ্রান্স। সাবেক এই ঔপনিবেশিক শক্তিটি অভ্যুত্থানের কোনো নেতাকে স্বীকৃতি না দেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছে। বলেছে, তারা কেবল বাজুমকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নেবে।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা দৃঢ়তম ভাষায় সাংবিধানিক শৃঙ্খলা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক ক্ষমতার অবিলম্বে পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের স্পষ্ট দাবিকে পুনর্ব্যক্ত করছি। 

আফ্রিকান ইউনিয়ন, পশ্চিম আফ্রিকান আঞ্চলিক ব্লক (ইকোওয়াস), ইইউ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোও এই অভ্যুত্থানের নিন্দা করেছে। তবে রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর নেতা ইয়েভজেনি প্রিগোজিন এই অভ্যুত্থানের প্রশংসা করেছেন। তিনি এটিকে একটি বিজয় হিসেবে বর্ণনা করেছেন।

 

মোহাম্মদ বাজুম

 

তাকে ওয়াগনার-অধিভুক্ত টেলিগ্রাম চ্যানেলে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘নাইজারে যা ঘটেছে তা তাদের উপনিবেশকারীদের বিরুদ্ধে দেশটির জনগণের সংগ্রাম ছাড়া আর কিছুই নয়।’

বিবিসি অবশ্য টেলিগ্রামের মন্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (সিএআর) এবং মালিসহ কয়েকটি আফ্রিকান দেশে ওয়াগনার গ্রুপের হাজার হাজার যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হয়। এই অঞ্চলে ওয়াগনারদের ব্যবসায়িক স্বার্থ রয়েছে। তবে রাশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করাও তাদের লক্ষ্য। ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে আফ্রিকার কয়েকটি দেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

 

কে এই জেনারেল তচিয়ানি?

জেনারেল তচিয়ানির বয়স ৬২। ২০১১ সাল থেকে তিনি প্রেসিডেন্টের গার্ডের দায়িত্বে ছিলেন। ২০১৮ সালে সাবেক প্রেসিডেন্ট মহামাদু ইসুফো তাকে জেনারেল পদে উন্নীত করেছিলেন। জেনারেল তচিয়ানি সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে হওয়া ২০১৫ সালে একটি অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গেও জড়িত ছিলেন। তবে আদালতে তিনি তা অস্বীকার করেন।

টেলিভিশন ভাষণে জেনারেল তচিয়ানি বলেন, ‘আমাদের জান্তা নাইজারে নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক দুর্দশা এবং দুর্নীতিসহ বিভিন্ন সমস্যার কারণে দায়িত্ব গ্রহণ করেছে।’

নাইজারের বৈশ্বিক মিত্রদের সম্বোধন করে তিনি বলেন, ‘জান্তা নাইজারের সব আন্তর্জাতিক অঙ্গীকারের পাশাপাশি মানবাধিকারকে সম্মান করবে।’

তবে জান্তা তাদের বিরোধিতাকারীদের জন্য শক্ত অভিযোগ এনেছে। ক্ষমতাচ্যুত সরকারের সদস্যদের যারা বিদেশি দূতাবাসে আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।

জান্তা বলেছে, এ ধরনের প্রচেষ্টা রক্তপাত ডেকে আনবে। রক্তপাত এখন পর্যন্ত এড়ানো গেছে। রাজধানী নিয়ামে জীবন অনেকাংশে স্বাভাবিক অবস্থায় ফিরেছে। বাজার এবং দোকান-পাট খুলেছে। তবে সরকারি কর্মচারীদের বাড়িতে থাকতে বলা হয়েছে।

অভ্যুত্থান নিয়ে নাইজারের জনগণের মিশ্র অনুভূতি রয়েছে। কেউ কেউ বলেছেন, দেশের এই  অভ্যুত্থানকে ন্যায্যতা দেওয়ার পক্ষে যথেষ্ট কারণ ছিল না। তবে অন্যরা জান্তাকে সমর্থন করছে।

সূত্র:বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
ইসরায়েলি পণ্য বহনকারী যেকোনও দেশের জাহাজে হামলা হবে: হুথিদের হুমকি
সর্বশেষ খবর
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা
নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান