অবশেষে নাইজার ছাড়লেন ফরাসি রাষ্ট্রদূত সালভিন ইত্তে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে নাইজার ছেড়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নাইজারের দুটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূত সালভিন ইত্তে দেশ ছেড়ে চলে গেছেন। পরে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ও বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২৬ জুলাই নাইজার প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে উৎখাত করে ক্ষমতা দখলের পর সামরিক সরকার তাকে দেশ ছাড়তে বলেছিল। তার কিছুদিন পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রদূত ও সেনাবাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
নাইজার এক সময় ফ্রান্সের ঔপনিবেশ ছিল। ১৯৬০ সালে নাইজার স্বাধীনতা লাভ করে। কিন্তু ফ্রান্স তার নিজেদের প্রভাব বজায় রাখতে জঙ্গিবাদ দমন অভিযানে নাইজারে সেনা মোতায়েন করে রেখেছিল। সামরিক জান্তা পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করার পর ফ্রান্সের সেনাদের নাইজার থেকে বিতাড়িত করার পদক্ষেপ নেয়। আগস্টের শেষ দিকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল নাইজার জান্তা।
ফ্রান্স প্রথমে এই হুমকি উপেক্ষা করে বাজোমকে ক্ষমতায় পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছিল। পরিস্থিতির উন্নতি না হওয়ায় রবিবার ম্যাক্রোঁ রাষ্ট্রদূত ও সেনা সদস্যদের ফিরিয়ে আনার ঘোষণা দেন।
ম্যাক্রোঁর এই ঘোষণাকে স্বাগত জানায় নাইজার জান্তা। এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘এই রবিবার আমরা নাইজারের সার্বভৌমত্বের একটি নতুন পদক্ষেপ উদযাপন করছি।’