X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

কিউবার ওপর আরও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০২১, ২০:৩৭আপডেট : ৩১ জুলাই ২০২১, ২০:৩৭

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পশ্চিম প্রান্তের দেশ কিউবার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কিউবান পুলিশ এবং পুলিশের শীর্ষস্থানীয় দুই কর্মকর্তার ওপর শুক্রবার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। জুলাইয়ের গোড়ার দিকে কিউবার সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক দমনপীড়নের অভিযোগে দেশটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

নিষেধাজ্ঞার শিকার পুলিশের দুই কর্মকর্তা হচ্ছেন পুলিশ বাহিনীর পরিচালক অস্কার ক্যালেজাস ভালকারসে এবং উপ-পরিচালক ইডি সিয়েরা আরিয়াস।

এমন সময়ে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো যার মাত্র সপ্তাহখানেক আগেই কিউবার প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার মেয়াদের একেবারে শেষ দিকে কিউবার পুলিশ বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতা এবং অর্থনৈতিক সংকট বেড়ে যাওয়ায় সরকারের প্রতি কিউবার জনগণের ক্ষোভ বাড়ছিল। এক পর্যায়ে জুলাইয়ের গোড়ার দিকে রাস্তায় নেমে আসে তারা। ১৯৯৪ সালের পর এবারই সবচেয়ে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে কিউবা। শুধু রাজধানী হাভানা নয়, পুরো দেশজুড়ে রাজপথে নামে হাজার হাজার মানুষ। এসব বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক দমনপীড়ন চালায় সরকারি বাহিনী। এ নিয়ে নতুন করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে পড়ে হাভানা।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকেও আটক বিক্ষোভকারীদের মুক্তি দাবি করা হয়েছে। ইইউ-এর শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল বলেন, ‘কিউবা সরকারকে আমরা সার্বজনীন মানবাধিকার কনভেনশনে অন্তর্ভুক্ত মানবাধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানাই।’

কিউবা সরকার অবশ্য সরকারবিরোধী ওই বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে। দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল বলেছেন, সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্রের সাজানো বিভিন্ন প্রচারণায় অনেক বিক্ষোভকারীকে বিভ্রান্ত করছে।

/এমপি/
সম্পর্কিত
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বললো  ইসরায়েল
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
সর্বশেষ খবর
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
মিরাজের বিশ্বাস পেয়ে ভালো কিছু করেছেন তানভীর
মিরাজের বিশ্বাস পেয়ে ভালো কিছু করেছেন তানভীর
খিলক্ষেতে কাভার্ড ভ্যানচাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত
খিলক্ষেতে কাভার্ড ভ্যানচাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল