X
শনিবার, ২৫ মার্চ ২০২৩
১১ চৈত্র ১৪২৯

হ্যান্ডগানের মালিকানা নিষিদ্ধের পথে কানাডা

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২২, ১৭:১০আপডেট : ৩১ মে ২০২২, ১৭:১০

কানাডা সরকার বন্দুকের মালিকানা নিষিদ্ধের মতো ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে। সোমবার অস্ত্র নিয়ন্ত্রণ প্যাকেজের আওতায় হ্যান্ডগানের মালিকানা বাতিলের ধারা রেখে একটি আইন প্রস্তাব করা হয়েছে। এতে নিষিদ্ধ বন্দুক ক্রয় ও বিক্রয়। এছাড়া এতে ম্যাগজিনে সীমাবদ্ধতা এবং বন্দুকের মতো দেখতে খেলনা নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

নতুন আইনে গত বছর চাপা পড়া কয়েকটি পদক্ষেপ পুনরায় প্রবর্তন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু ও ২ শিক্ষক নিহতের এক সপ্তাহের মধ্যে আইনটি জারি করা হলো।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেছেন, বন্দুক সহিংসতা বাড়তে থাকায় এই নতুন পদক্ষেপ প্রয়োজন ছিল।

তিনি বলেন, আমরা যদি দৃঢ় ও দ্রুত পদক্ষেপ না নেই তাইলে কী ঘটতে পারে তা জানার জন্য সীমান্তের দক্ষিণ তাকালেই হবে। পদক্ষেপ না নিলে পরিস্থিতির আরও অবনতি ও নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাবে।

হ্যান্ডগান নিষিদ্ধের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকবে। যেমন অভিযাজ ক্রীড়া শ্যুটার, অলিম্পিক অ্যাথলেট ও নিরাপত্তারক্ষীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া যাদের কাছে এখন বন্দুক রয়েছে তারা সেগুলো রাখতে পারবেন।

কানাডার পার্লামেন্টে লিবারেলরা সংখ্যালঘু। ফলে বাম ঘেঁষা নিউ ডেমোক্র্যাটি পার্টির সমর্থনে আইনটি পাস হতে পারে।

সংবাদ সম্মেলনে এক কর্মকর্তা জানান, হ্যান্ডগান নিষিদ্ধ করতে কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করার সম্ভাবনা কম। কারণ দেশটিতে অস্ত্রবিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রিত।

যুক্তরাষ্ট্রের তুলনায় কানাডার কঠোর অস্ত্র আইন রয়েছে। দেশটি গুলিতে নিহতের হার যুক্তরাষ্ট্রের এক-পঞ্চমাংশ। দেশটির ১৯৯৭ সালের পর ২০২০ ও ২০১৭ সালে কানাডায় গুলিতে নিহতের হার ছিল সর্বোচ্চ।

দুই বছর আগে একটি নির্বিচার গুলিবর্ষণের ঘটনার পর এআর-১৫ এর মতো ১৫০০ টি মডেলের অ্যাসল্ট রাইফেল বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করে কানাডা। এই পদক্ষেপের বিরুদ্ধে অস্ত্র মালিকরা আদালতের দ্বারস্থ হয়েছেন।

/এএ/
দক্ষিণ চীন সাগরে ফের মার্কিন যুদ্ধজাহাজ
আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র-কানাডার চুক্তি
মধ্যপ্রাচ্য থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান এশিয়া ও ইউরোপে নিচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ মার্চ ২০২৩)
টিভিতে আজকের খেলা (২৫ মার্চ ২০২৩)
যে ইতিহাস বারবার জানা দরকার
যে ইতিহাস বারবার জানা দরকার
হেলে পড়া দেয়ালটি ধসে পড়লো, নৈশপ্রহরীর মৃত্যু আহত ৪
হেলে পড়া দেয়ালটি ধসে পড়লো, নৈশপ্রহরীর মৃত্যু আহত ৪
নবীর ছক্কায় পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ইতিহাস
নবীর ছক্কায় পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ইতিহাস
সর্বাধিক পঠিত
ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা, তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড
ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা, তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড
খেজুর কেনার আগে মনে রাখবেন যে ৪ বিষয়
খেজুর কেনার আগে মনে রাখবেন যে ৪ বিষয়
প্রাণিসম্পদ অধিদফতরের মাংস নিয়ে ক্রেতাদের প্রশ্ন
প্রাণিসম্পদ অধিদফতরের মাংস নিয়ে ক্রেতাদের প্রশ্ন
শামীম ওসমানের সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া
শামীম ওসমানের সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া
এশিয়া কাপ পাকিস্তানেই, ভারতের জন্য আলাদা ভেন্যু!
এশিয়া কাপ পাকিস্তানেই, ভারতের জন্য আলাদা ভেন্যু!