X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

টাইটান ট্র্যাজেডি: তদন্তের দাবি জানালেন হার্ডিংয়ের আত্মীয়রা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৩, ২১:৩৮আপডেট : ২৩ জুন ২০২৩, ২১:৩৮

ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সাবমেরিন বিধ্বস্তে নিহত হামিশ হার্ডিংয়ের আত্মীয়রা এই দুর্ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন। বিধ্বস্ত সাবমেরিন টাইটানে থাকা পাঁচ আরোহীর একজন ছিলেন হার্ডিং। মৃত হার্ডিংয়ের দুই আত্মীয় বলেছেন, পাঁচ আরোহীর মৃত্যুর বিষয়টি তদন্ত হওয়া উচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রবিবার (১৮ জুন) পাঁচ আরোহীসহ হারিয়ে যায় সাবমেরিন ‘টাইটান’। যাত্রা শুরুর একঘণ্টা ৪৫ মিনিট পরই পানির ওপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার মার্কিন কোস্টগার্ড জানায়, সাবমেরিনটি বিধ্বস্ত হয়েছে এবং পাঁচ আরোহী মারা গেছেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্ডিংয়ের আত্মীয় লুসি ম্যানিং ও লুসি কসনেট প্রশ্ন তুলেছেন, এই দুর্ঘটনার আগে কী কী নিরাপত্তা যাচাই করা হয়েছে।

কসনেট বলেন, এটি পুরোপুরি তদন্ত হওয়া উচিত। কেন এমনটি ঘটেছে, কী ভুল হয়েছে এবং কেন তারা বাঁচতে পারেনি।

তিনি আরও বলেন, হার্ডিংয়ের জন্মদিন আগামীকাল। তার বয়স হত ৫৯ বছর। আমি হয়ত তাকে একটি বার্তা পাঠাতাম বা জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন দিতাম।  

গত কয়েক দিনের কথা তুলে ধরে কসনেট বলেন, যখন আমি শব্দ পাওয়ার কথা খবরে পড়েছি তখন আশাবাদী হয়েছিলাম। ভেবেছিলাম হয়ত এটি টাইটান থেকে আসছে।

কসনেট বলেন, কিন্তু গতকাল সবচেয়ে খারাপ কথাই শুনতে হয়েছে। জানতে পারলাম তিনি বেঁচে নেই, তারা সবাই মারা গেছে।

হার্ডিং একজন ব্রিটিশ ব্যবসায়ী ও অভিযাত্রিক। তিনি অ্যাকশন অ্যাভিয়েশনের মালিক। তার দখলে একাধিক গিনেজ বিশ্বরেকর্ড রয়েছে। এরমধ্যে রয়েছে এক ডুবে সমুদ্রের সবচেয়ে গভীর অংশে দীর্ঘ সময় অবস্থান করার রেকর্ড।

 

/এএ/
সম্পর্কিত
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে