X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

টাইটান ট্র্যাজেডি: তদন্তের দাবি জানালেন হার্ডিংয়ের আত্মীয়রা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৩, ২১:৩৮আপডেট : ২৩ জুন ২০২৩, ২১:৩৮

ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সাবমেরিন বিধ্বস্তে নিহত হামিশ হার্ডিংয়ের আত্মীয়রা এই দুর্ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন। বিধ্বস্ত সাবমেরিন টাইটানে থাকা পাঁচ আরোহীর একজন ছিলেন হার্ডিং। মৃত হার্ডিংয়ের দুই আত্মীয় বলেছেন, পাঁচ আরোহীর মৃত্যুর বিষয়টি তদন্ত হওয়া উচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রবিবার (১৮ জুন) পাঁচ আরোহীসহ হারিয়ে যায় সাবমেরিন ‘টাইটান’। যাত্রা শুরুর একঘণ্টা ৪৫ মিনিট পরই পানির ওপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার মার্কিন কোস্টগার্ড জানায়, সাবমেরিনটি বিধ্বস্ত হয়েছে এবং পাঁচ আরোহী মারা গেছেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্ডিংয়ের আত্মীয় লুসি ম্যানিং ও লুসি কসনেট প্রশ্ন তুলেছেন, এই দুর্ঘটনার আগে কী কী নিরাপত্তা যাচাই করা হয়েছে।

কসনেট বলেন, এটি পুরোপুরি তদন্ত হওয়া উচিত। কেন এমনটি ঘটেছে, কী ভুল হয়েছে এবং কেন তারা বাঁচতে পারেনি।

তিনি আরও বলেন, হার্ডিংয়ের জন্মদিন আগামীকাল। তার বয়স হত ৫৯ বছর। আমি হয়ত তাকে একটি বার্তা পাঠাতাম বা জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন দিতাম।  

গত কয়েক দিনের কথা তুলে ধরে কসনেট বলেন, যখন আমি শব্দ পাওয়ার কথা খবরে পড়েছি তখন আশাবাদী হয়েছিলাম। ভেবেছিলাম হয়ত এটি টাইটান থেকে আসছে।

কসনেট বলেন, কিন্তু গতকাল সবচেয়ে খারাপ কথাই শুনতে হয়েছে। জানতে পারলাম তিনি বেঁচে নেই, তারা সবাই মারা গেছে।

হার্ডিং একজন ব্রিটিশ ব্যবসায়ী ও অভিযাত্রিক। তিনি অ্যাকশন অ্যাভিয়েশনের মালিক। তার দখলে একাধিক গিনেজ বিশ্বরেকর্ড রয়েছে। এরমধ্যে রয়েছে এক ডুবে সমুদ্রের সবচেয়ে গভীর অংশে দীর্ঘ সময় অবস্থান করার রেকর্ড।

 

/এএ/
সম্পর্কিত
মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৪
ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে পদত্যাগ করেছি: সাবেক ডিআইএ মেজর
ইউক্রেনকে দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিশ্রুতি দিতে যাচ্ছে ইইউ
সর্বশেষ খবর
এবারের পর্দা উঠছে অদ্ভুত মেজাজে!
কান উৎসব ২০২৪এবারের পর্দা উঠছে অদ্ভুত মেজাজে!
কেমন থাকবে আজকের আবহাওয়া?
কেমন থাকবে আজকের আবহাওয়া?
মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৪
মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৪
ক্যানসার দমাতে পারেনি মাহাথিরকে, হতে চায় মানবিক চিকিৎসক
ক্যানসার দমাতে পারেনি মাহাথিরকে, হতে চায় মানবিক চিকিৎসক
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল