মার্কিন নির্বাচন নিয়ে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের বিতর্কে অংশগ্রহণ করবেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭৭ বছর বয়সী ট্রাম্প নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ-এ বলেছেন, আমি সফল প্রেসিডেন্ট ছিলাম। সবাই আমাকে চেনে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
একটি জনমত জরিপ অনুসারে, ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মনোনীত হতে সবার থেকে এগিয়ে আছেন ট্রাম্প। দলটির পদপ্রার্থীদের প্রাথমিক বির্তক আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে।
রবিবার একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, সিবিএস নির্বাচন হয়েছে। সেখানে আমি রেকর্ড সংখ্যক ভোটে এগিয়ে আছি।
ট্রাম্প আরও বলেন, ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসসহ আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বী অনেক পিছিয়ে আছেন। আমি বিতর্ক করব না।
ইউএস ব্রডকাস্টারের জরিপে দেখা গেছে, ট্রাম্প ৬২ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে। যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিসান্টিসের সমর্থন ১৬ শতাংশ।