X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে ক্লাস্টার বোমাযুক্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩, ২৩:৪৫আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২৩:৪৫

ইউক্রেনে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পরই ইউক্রেনে যাবে ক্লাস্টার বোমায় সজ্জিত এই কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার (০৩ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর অ্যাকুইজিশন ডগ বুশ বলেন, ‘শেষ মুহূর্তে দ্রুত পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র।’

যুক্তরাষ্ট্র যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পাঠাতে যাচ্ছে সেটির নাম হচ্ছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস)। মার্কিন প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিন এরর নির্মাতা। ক্ষেপণাস্ত্রটি ১৯০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এসব অস্ত্র পেলে রাশিয়ার দখলকৃত ভূখণ্ডের গভীরে উল্লেখযোগ্য ক্ষতিসাধন করতে পারবে কিয়েভের সেনারা।

নির্মাতা কোম্পানির দাবি, এটি দূরপাল্লার গাইডেড মিসাইল। যা যুদ্ধের তীব্রতা চলাকালে জয়ী হওয়ার জন্য তাৎক্ষণিক আক্রমণের সক্ষমতা দেয়।

১৯৯১ সালে ইরাক যুদ্ধের সময় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ইউক্রেনে ক্লাস্টার বোমাযুক্ত ১৫৫ এমএম কামানের গোলা পাঠিয়েছে। এগুলোর সফলতা দেখে বাইডেন প্রশাসন বিবেচনা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস (এটিএসিএমএস) পাঠানোর কথা বিবেচনা করে।

ইউক্রেনে হাতে এখন ১৫৫ এমএম কামানের গোলায় যুক্ত করা ক্লাস্টার বোমা রয়েছে। এগুলো সর্বোচ্চ ১৮ মাইল পাড়ি দিতে ৪৮টি ক্ষুদ্র বোমা নিয়ে। এটিএসিএমএস বহন করতে পারবে ৩০০ বা তার চেয়ে বেশি ছোট বোমা।

বিশ্বের শতাধিক দেশ ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধ করে একটি কনভেনশনে স্বাক্ষর করেছে। রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই কনভেনশনে স্বাক্ষর করেনি। যুদ্ধে এগুলো ব্যবহার করা হলে সংঘাতের অবসানের পরও ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ক্ষুদ্র বোমা তাজা অবস্থায় থেকে যায়। ফলে কয়েক বছর পরও সেগুলো বিস্ফোরিত হয়ে বেসামরিক হতাহতের আশঙ্কা থাকে। চলমান যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ এই যুদ্ধাস্ত্র ব্যবহার করে আসছে।

সূত্র: আল জাজিরা

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ