প্রধান বিদ্যুৎকেন্দ্র বিকল হয়ে পড়ায় দেশব্যাপী ব্ল্যাকআউটের শিকার হয়েছে কিউবা। দেশটির এক কোটি মানুষকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল (১৮ অক্টোবর) প্রায় ১১টায় বিদ্যুৎকেন্দ্রটির পাওয়ার গ্রিডটি ভেঙে পড়ে। জ্বালানী ও শক্তি মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
গ্রিড কর্মকর্তারা জানান, বিদ্যুৎ পুনরায় সংযোগ করতে ঠিক কত সময় লাগবে তাৎতক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না।
কয়েক মাস ধরে দীর্ঘ ব্ল্যাকআউটের শিকার হচ্ছে দেশটি। গত বৃহস্পতিবার কিউবার প্রধানমন্ত্রী বিদ্যুৎখাতে ‘জরুরী অবস্থা’ ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বারমুডেজ বলেছেন, বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, ‘বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের আগ পর্যন্ত কোনও বিশ্রাম নেই।’
জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ সরবরাহের প্রধান লাজারা গুয়েরার বার্তা সংস্থা এএফপিকে জানান, বিদ্যুৎ পুনরুদ্ধারের প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) টেলিভিশনে দেওয়া বার্তায় কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো বলেন, অবকাঠামোর অবনতি, জ্বালানির ঘাটতি ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জ্বালানি সংকট।
এর আগে, শুক্রবার কর্মকর্তারা ঘোষণা করেছিলেন, নাইটক্লাবসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অ-প্রয়োজনীয় কার্যক্রম সোমবার পর্যন্ত বন্ধ থাকবে।
স্থানীয় মিডিয়া অনুসারে, কিউবাবাসীদের পিক আওয়ারে ফ্রিজ ও ওভেনের মতো সরঞ্জামের ব্যবহার বন্ধ রাখার আহ্বানও জানানো হয়েছে।