X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আজারবাইজানের প্রেসিডেন্টকে মধ্যস্থতার প্রস্তাব রুহানির

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০২০, ০৭:৩৪আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০৭:৩৫

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার মতবিরোধ নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে। মঙ্গলবার আজাবারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে টেলিফোন করে তিনি তেহরানের এ প্রস্তুতির কথা জানান। ইরানের সরকারি সংবাদমাধ্যম পার্স টুডে এখবর জানিয়েছে।

ফাইল ছবি

নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলে আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে  ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। দশ দিনের  সংঘাতে প্রায় তিনশ’ মানুষের প্রাণহানি ঘটেছে। 

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার সংঘর্ষ আরও তীব্র হলে তাতে আঞ্চলিক শক্তিগুলো জড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সাবেক সোভিয়েত দেশগুলোর সামরিক জোটের সদস্য আর্মেনিয়া, যার নেতৃত্বে রয়েছে রাশিয়া। আবার আর্মেনিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা তুরস্ক আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান আজারবাইজানের প্রতি সমর্থন জানিয়েছেন। ইরান সংঘাতে লিপ্ত দুটি দেশেরই প্রতিবেশী। চলমান সংঘর্ষের সময় ওই দুই দেশের নিক্ষিপ্ত বেশ কিছু মর্টারের গোলা ইরানের ভূমিতে এসে পড়েছে।

মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার সময় ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট রুহানি বিরোধপূর্ণ অঞ্চলে বহিঃশক্তিগুলোর হস্তক্ষেপের আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে এই সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

ইরানের উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিশেষ করে ইরানের উত্তর সীমান্তের নিরাপত্তা রক্ষা করা তেহরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাসান রুহানি বলেন, চলমান সংঘাতের অবসান ঘটানো না গেলে এ লড়াই কাছের শহরগুলোতে ছড়িয়ে পড়বে এবং বড় ধরনের শরণার্থী সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে।  

রুহানির প্রস্তাবে ইলহাম আলিয়েভ জানান, তিনি প্রেসিডেন্ট রুহানির ফোন পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন এবং তেহরান আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার যে আহ্বান জানিয়েছে তাতেও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ইরানের সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে প্রেসিডেন্ট রুহানি যে উদ্বেগ প্রকাশ করেছেন তার প্রতি সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, কারাবাখের চলমান সংঘাতে যাতে প্রতিবেশী দেশগুলোর ক্ষতি না হয় সে চেষ্টা তিনি করবেন।

এর আগে সোমবার রাশিয়াসহ পশ্চিমাদের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে নাগারনো-কারাবাখে আর্মেনিয়া ও আজারবাইজানের ভয়াবহ সংঘর্ষ অব্যাহত থাকলেও অবসানের এক পরিকল্পনা হাজির করে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে সংঘাতের অবসান ঘটাতে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।

খাতিবজাদেহ বলেন, ইরান এমন একটি পক্ষ, যার সঙ্গে আজারবাইজান ও আর্মেনিয়া উভয় দেশের ভালো সম্পর্ক রয়েছে। শুধু সংঘর্ষরত দুই দেশ নয়, আঞ্চলিক অন্য পক্ষগুলোর সঙ্গেও ইরানের সম্পর্ক ভালো।

 

 

/এএ/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলের বড় আকারের অভিযান শুরু
আমিরাতে মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প
চীনা প্রেসিডেন্টের সঙ্গে মিয়ানমারের সেনাশাসকের বৈঠক কী বার্তা দিচ্ছে?
সর্বশেষ খবর
ফেসবুকে লাইক-কমেন্ট করায় মৎস্য অধিদফতরের ৫ কর্মকর্তাকে শোকজ
ফেসবুকে লাইক-কমেন্ট করায় মৎস্য অধিদফতরের ৫ কর্মকর্তাকে শোকজ
‘উচ্চ রক্তচাপ প্রতিরোধে দরকার সচেতনতা’
‘উচ্চ রক্তচাপ প্রতিরোধে দরকার সচেতনতা’
রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪
রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪
ঠাকুরগাঁও সীমান্তে পুশ ইন করা ১৭ জন আটক
ঠাকুরগাঁও সীমান্তে পুশ ইন করা ১৭ জন আটক
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
চীনা প্রেসিডেন্টের সঙ্গে মিয়ানমারের সেনাশাসকের বৈঠক কী বার্তা দিচ্ছে?
চীনা প্রেসিডেন্টের সঙ্গে মিয়ানমারের সেনাশাসকের বৈঠক কী বার্তা দিচ্ছে?
তালের শাঁসের প্রাণ জুড়ানো শরবত বানাবেন যেভাবে
তালের শাঁসের প্রাণ জুড়ানো শরবত বানাবেন যেভাবে