X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে জীবন বিপন্ন করে বিক্ষোভকারীদের সেবা দিচ্ছেন চিকিৎসাকর্মীরা

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২১, ২০:০০আপডেট : ০৪ মার্চ ২০২১, ১০:৩৭
image

সেনাশাসনের বিরোধিতা করে মিয়ানমারজুড়ে ডাকা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশটির প্রায় ৮০ শতাংশ সরকারি হাসপাতাল বন্ধ রয়েছে। এমন অবস্থায় জনগণের চিকিৎসা চাহিদা পূরণ করতে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সরকারি ফ্যাসিলিটির বাইরে স্বেচ্ছাসেবী হিসেবে চিকিৎসা দিচ্ছে। তবে এসব কার্যক্রমের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা তৈরি করছে সশস্ত্র বাহিনী। চিকিৎসাকর্মীদের ওপরও গুলি চালানো হচ্ছে। এমন অবস্থায় বিক্ষোভকারীদের জীবন সুরক্ষাকারী চিকিৎসা দিতে গিয়ে অনেকে  নিজেদের জীবন বাজি রাখছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের এক বছরেরও কম সময় আগে মান্দালয়ের একটি মেডিক্যাল কলেজে পড়াশোনা শেষ করেন আয়ে নেইন থু (ছদ্মনাম)। বর্তমানে জরুরি চিকিৎসা প্রদানের কাজে নিয়োজিত রয়েছেন ২৫ বছর বয়সী এ তরুণ। রাষ্ট্রীয় বাহিনীর ধরপাকড় অভিযানে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা দিচ্ছেন তিনি।

আয়ে নেইন থু বলেন, ‘বেশিরভাগ মানুষই মাথায় আঘাত নিয়ে আমাদের কাছে আসছে, কারণ বিক্ষোভকারীদের ঠেকাতে লাঠি দিয়ে পেটাচ্ছে পুলিশ। কাউকে কাউকে গুলিও করা হচ্ছে।’ এ তরুণ চিকিৎসক আরও জানান ১ মার্চ নাগাদ ১০ জন গুরুতর রোগীকে সামলেছেন তিনি। ‘আমরা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি।’ বলেন থু।

যেসব শহরে সেনাশাসনবিরোধী বিক্ষোভ চলার সময় ভয়াবহরকমের সহিংসতা হতে দেখা গেছে, তার মধ্যে মান্দালয় একটি। শহরটিজুড়ে অন্তত ছয়টি মেডিক্যাল টিম চিকিৎসা দিচ্ছে। আয়ে নেইন থু এমন একটি দলেই কাজ করছেন। দলটিতে প্রায় ৩০ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। শহরে ঘুরে ঘুরে জরুরি সেবা প্রদানের কাজ করছেন তারা। আয়ে নেইন থু তার ব্যাকপ্যাকে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে ঘোরেন। রক্তক্ষরণ বন্ধ ও ক্ষতস্থান জীবাণুমুক্ত করার পর গুরুতর রোগীদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন তিনি।

মান্দালয়ের আরেকটি চিকিৎসা দলে কাজ করছেন চিকিৎসক কং খান্ত তিন। তিনি জানান, এ ছয় মেডিক্যাল টিমের মধ্যে শুধু একটি টিমেরই গুরুতর আহতদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে। সেলাই করার মতো সরঞ্জামাদি রয়েছে তাদের। সেনাবাহিনী রাস্তাঘাট বন্ধ করে রাখায় সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

স্থানীয় এক সাংবাদিক আল জাজিরাকে জানান গুরুতর চিকিৎসা প্রদানকারী একটি মেডিক্যাল টিমের গাড়িতে গত ২৮ ফেব্রুয়ারি গুলি ছুড়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এতে এক স্বেচ্ছাসেবী আহত হন। তখন থেকে কার্যক্রম বন্ধ রেখেছে ওই মেডিক্যাল টিমটি। কং খান্ত তিন বলেন এভাবে সহিংসতা চলতে থাকলে আমরা জানিনা রোগীদের কোথায় পাঠাব।’

মিয়ানমারে জীবন বিপন্ন করে বিক্ষোভকারীদের সেবা দিচ্ছেন চিকিৎসাকর্মীরা

কাচিন রাজ্যের রাজধানী মিতকিনাতে স্বেচ্ছাসেবী নার্স হিসেবে সেবা দিচ্ছেন জে নান (ছদ্মনাম)। তিনি বলেন ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুলি থেকে নিজেদের রক্ষা করে সেবা দিয়ে যাওয়া। আমাদের গায়েও বুলেটের আঘাত লাগতে পারে। আমরাও যেকোনও সময় মারা যেতে পারি।

৪০ সদস্যের একটি নার্সিং টিমকে নেতৃত্ব দিচ্ছেন জে নান। হাতে সাদা রংয়ের ব্যান্ড ও স্টিকার পরে বিক্ষোভস্থলের আশেপাশে ঘোরাফেরা করেন তারা যেন সহজেই তাদেরকে চিহ্নিত করা যায়। এসব স্বেচ্ছাসেবীর পেছনে থাকে চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী কিছু মোটরবাইক।

জে নান আল জাজিরাকে বলেন ‘তারা মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। আমরা ব্যাজ পরি কিংবা না পরি, আমরাও গুলিবিদ্ধ হয়ে মারা যেতে পারি। আমিসহ যেকোনো বিক্ষোভকারী যখন তখন আহত হতে পারেন কিংবা মারা যেতে পারেন।‘

/এফইউ/বিএ/
সম্পর্কিত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!