X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ার সঙ্গে আসিয়ানের নতুন কৌশলগত চুক্তি

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ২০:০৫আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০:৫৫

দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান বুধবার অস্ট্রেলিয়ার সঙ্গে একটি নতুন কৌশলগত চুক্তি করতে সম্মত হয়েছে। এর ফলে অঞ্চলটিতে অস্ট্রেলিয়ার বড় ভূমিকা পালনের উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এই চুক্তির ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার হবে। অঞ্চলটিকে যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলগত যুদ্ধক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

চুক্তিটির নির্দিষ্ট কৌশলগত লক্ষ্য তাৎক্ষণিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। তবে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন প্রতিশ্রুতি দিয়েছেন এই বিষয়ে জানানো হবে।

তিনি বলেন, এই মাইলফলক ইন্দো-প্রশান্ত অঞ্চলে আসিয়ানের প্রধান ভূমিকা ও অবস্থানের প্রতি অস্ট্রেলিয়ার অঙ্গীকার তুলে ধরেছে। অস্ট্রেলিয়া আসিয়ানকে কেন্দ্রে রেখে শান্তিপূর্ণ, স্থিতিশীল, সহিষ্ণু ও সমৃদ্ধ অঞ্চল চায়।

আসিয়ানের চেয়ারের দায়িত্বে থাকা ব্রুনেই জানিয়েছে, এই চুক্তি সম্পর্কের নতুন অধ্যায় এবং অর্থপূর্ণ, প্রকৃত ও উভয়পক্ষের জন্য উপকারী হবে।

এই ঘোষণার পর অস্ট্রেলিয়া জানিয়েছে, দক্ষিণপূর্ব এশিয়ার স্বাস্থ্য ও জ্বালানি নিরাপত্তা, সন্ত্রাস দমন, আন্তঃদেশীয় অপরাধের বিরুদ্ধে লড়াই এবং হাজারো স্কলারশিপের জন্য ১৫৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

আসিয়ানের একই কৌশলগত পর্যায়ে চুক্তি করতে চায় চীন। মঙ্গলবার চীনের প্রিমিয়ার লি কেকিয়াং আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। নভেম্বরে বিশেষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মিলিত হবেন জোটের নেতারা। এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। দুই কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ভিয়েতনামের নামে অস্ট্রেলিয়ার পৃথক দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।

 

 

/এএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়