X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মিয়ানমারে বিদ্রোহী ও জান্তার সংঘাত, পালিয়ে হাজারো মানুষ থাইল্যান্ডে

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১, ১৪:৫৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫:০৪

থাইল্যান্ড ও মিয়ানমার সীমান্তবর্তী কারেন প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষে নারী ও শিশুসহ এলাকা ছেড়ে পালিয়েছেন হাজারো মানুষ। এদের অনেকেই থাইল্যান্ড সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছেন। 

পশ্চিম থাই সীমান্ত প্রদেশ তাকের কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, গত কয়েকদিন ধরে কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) বিদ্রোহী এবং মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে অব্যাহত লড়াইয়ের কারণে প্রায় ৭০০ মানুষ থাই শহরের মায়ে সোটে পালিয়েছেন। 

সব মিলিয়ে সংঘাতের কারণে পাঁচ শতাধিক শিশুসহ আড়াই হাজারের বেশি মানুষ থাইল্যান্ডের সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থাইল্যান্ডভিত্তিক এইড এল্যায়েন্সের এক কর্মকর্তা ইয়ে মিন। তিনি বলেন, যারা আশ্রয় নিয়েছেন তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে থাই সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

কেনএনইউ মিয়ানমারের পুরাতন একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। প্রায় ১৬ লাখ জনসংখ্যার প্রদেশটির নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে। শনিবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধের পরিস্থিতি টের পেয়ে কারেন থেকে অন্তত আড়াই হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডে পাড়ি দেয়।

বিদ্রোহী গোষ্ঠীটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, বুধবার থেকে চলমান সংঘাতে মিয়ানমার সেনাবাহিনীর চারজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এদিকে জান্তা সরকারের বিরুদ্ধে গঠিত ছায়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বেশ কিছু অস্ত্র জব্দ করেছে বিদ্রোহীরা। তাদের দাবি অনুযায়ী, মিয়ানমার সরকারের ১৮ জন সেনা নিহত হয়েছে।

উল্লেখ্য, অং হ্লাইংয়ের নেতৃত্বে গত ১ ফেব্রুয়ারি সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। প্রতিবাদে জান্তা বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ১ হাজারের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মিয়ানমার সীমান্তে বেড়া দিতে ৩৭০ কোটি ডলার খরচের পরিকল্পনা ভারতের
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি