X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

জ্বালানি সংকটে বাসা-বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করছে পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ২০:১২আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২০:১৪

নগদ অর্থ স্বল্পতায় থাকা পাকিস্তান দেশের বিদ্যুৎকেন্দ্রের জন্য বিদেশ থেকে কয়লা বা প্রাকৃতিক গ্যাস কিনতে পারছে না। এর ফলে দেশটি বাসা-বাড়ি ও শিল্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশীয় দেশটি স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হিমশিম খাচ্ছে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সরবরাহ ঘাটতির ফলে গত মাসে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও কয়লার দাম রেকর্ড বৃদ্ধির কারণে এই পরিস্থিতিতে পড়েছে পাকিস্তান। এক বছর আগের তুলনায় ফেব্রুয়ারিতে বিগত ৯ মাসের জ্বালানি ব্যয় প্রায় দ্বিগুণ ১৫ বিলিয়ন ডলার হয়েছে। নতুন জ্বালানি কেনার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারেনি ইসলামাবাদ।

নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কর্তৃক অর্থমন্ত্রী হিসেবে মনোনীত মিফতাহ ইসমাইল টুইটারে জানিয়েছেন, ১৩ এপ্রিল পাকিস্তানে সাড়ে তিন হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়েছে জ্বালানি ঘাটতির কারণে। কারিগরি ত্রুটির কারণেও প্রায় সমান সংখ্যক সক্ষমতার উৎপাদন বন্ধ করা হয়েছে। করাচিভিীত্তক আরিফ হাবিব লিমিটেড-এর গবেষণা প্রধান তাহির আব্বাসের মতে, ৭ হাজার মেগাওয়াট দেশটির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এক-পঞ্চমাংশ।

বিদ্যুৎ ঘাটতির কারণে এমনিতেই অর্থনৈতিক সংকট মোকাবিলা করা শাহবাজ শরিফের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে। এখন পর্যন্ত তিনি কোনও জ্বালানি মন্ত্রী নিয়োগ দেননি। রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হলে শাহবাজ দায়িত্ব পেয়েছেন। পাকিস্তানের জ্বালানি আমদানি নির্ভর এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ভুক্তভোগী হচ্ছে বেশি।

দীর্ঘদিন ধরে পাকিস্তানকে এলএনজি সরবরাহকারীরা গত কয়েক মাসে বেশ কয়েকটি চালান বাতিল করেছে। এতে সরবরাহ আরও সংকটে পড়েছে। স্পট মার্কেট থেকে রবিবার ছয়টি এলএনজি কার্গো কিনতে দরপত্র আহ্বান করেছে। যদি কেনার দায়িত্ব দেওয়া হয় তাহলে সরকারকে কয়েক কোটি ডলার ব্যয় করতে হবে।

পাকিস্তান কুয়েত ইনভেস্টমেন্ট কোম্পানির গবেষণা প্রধান সামিউল্লাহ তারিক বলেন, বৈশ্বিক পরিস্থিতি একই থাকার কারণে পাকিস্তানের অবস্থা শিগগিরই বদলানোর সম্ভাবনা কম। জ্বালানি ঘাটতি মোকাবিলার জন্য বিদ্যুৎ বিপর্যয় হচ্ছে।

সূত্র: ব্লুমবার্গ

/এএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন