X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২২, ১৬:১৫আপডেট : ০৭ জুন ২০২২, ১৬:১৫

ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা রুপির রেকর্ড দরপতন হয়েছে। মঙ্গলবার সকালে প্রতি ডলার বিক্রি হয়েছে ২০৩.৪৫ পাকিস্তানি রুপিতে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানির মূল্য পরিশোধে ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সুবিধা ফেরা নিয়ে অনিশ্চয়তায় ডলারের দাম বাড়ছে।

ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের হিসেবে আগের দিনের শেষ সময়ের তুলনায় ডলারের দর বেড়েছে ২.৮৫ রুপি। আর এতে সোমবারের শেষ দর ২০০.৪০ রুপির জায়গায় মঙ্গলবার ডলারের দাম বেড়ে হয়েছে ২০৩.৪৫ রুপি। উল্লেখ্য, ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের চূড়ান্ত দর স্টেট ব্যাংক অব পাকিস্তানের সরকারি দর ২০০.৬ রুপির চেয়ে সামান্য বেশি।

খোলা বাজারে মঙ্গলবার পাকিস্তানে ডলার বিক্রি হয়েছে ২০৪ রুপি।

আর্থিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণকারী পোর্টাল মেত্তিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসের বলেন, রুপির আরেক দফা দরপতনের সঙ্গে জ্বালানির মূল্য পরিশোধ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের সম্পর্ক রয়েছে। এছাড়া আগামী সপ্তাহে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের বৈঠক নিয়ে রুপি চাপে রয়েছে বলেও জানান তিনি।

নাসের বলেন, ‘এইসব কারণের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যক্রম পুনরায় শুরু হওয়া এবং চীনের ২.৩ বিলিয়ন ডলার পুনঃঅর্থায়নের অনিশ্চয়তার সঙ্গে মিলে রুপিকে নতুন দর পতনের দিকে ঠেলে দিয়েছে।’

ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের প্রধান মালিক বোস্তান জানান, আগামী ৩০ জুন পর্যন্ত চাপে থাকবে রুপি। তিনি বলেন, আইএমএফ এর ৬ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির অনিশ্চয়তা, জ্বালানি, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে সুদের হার আরও বাড়াতে হতে পারে ফলে রুপির দর কমছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে ডলারের শক্ত অবস্থানের কথাও উল্লেখ করেন বোস্তান।

সূত্র: ডন

/জেজে/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
সর্বশেষ খবর
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু