X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বাংলার সংস্কৃতিকে হাতিয়ার করে নয়া পথে পশ্চিমবঙ্গ বিজেপি

রক্তিম দাশ, কলকাতা
১১ জুন ২০২২, ২১:১৪আপডেট : ১১ জুন ২০২২, ২১:২০

একুশের বিধানসভার ভোটে পরাজয়কে অতীত ভেবে সাংগঠনিকভাবে পশ্চিমবঙ্গে দলকে গুছিয়ে দ্রুত রাজ্যের পঞ্চায়েত ও চব্বিশের লোকসভা ভোটের প্রস্তুতি নেওয়ার টোটকা দিয়েছেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আর তাই বিজেপির মরা গাঙে আবারও জোয়ার তুলতে এবং অবাঙালি তকমা ঘোচাতে বাংলার কৃষ্টি সংস্কৃতিকেই হাতিয়ার করতে চলছে মুরুলিধর সেন লেনের কর্তারা। এমনটাই সূত্রের খবর।

শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত জনসংঘের ধারাবাহিকতায় বিজেপির জন্ম হলেও বিরোধীদের প্রচারে তা বরাবরই অবাঙালিদের রাজনৈতিক দল হিসেবে পরিচিত। গত একুশের ভোটে সেই ধারণা আরও ব্যাপকভাবে প্রভাব ফেলে। বিজেপির হয়ে ভোট পরিচালনার জন্য অবাঙালি নেতৃত্ব পশ্চিমবঙ্গে আসার কারণে। সেই সময় পরিকল্পিতভাবে অবাঙালি বিরোধী মানসিকতা প্রচারে তৃণমূল, বাম ও কংগ্রেস সফল হয়েছে বলেই মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

এবার অবাঙালি তকমাকে ঝেড়ে ফেলতে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বঙ্গ বিজেপিকে।

অন্য রাজ্যের নেতৃত্বর দিকে না তাকিয়ে নিজেদের লড়াই নিজেরাই করুন, এমনই নির্দেশ সম্প্রতি কলকাতায় রাজ্য কার্যকারণী বৈঠকে পশ্চিমবঙ্গ বিজেপিকে দিয়ে গেছেন জেপি নাড্ডা। তার এমন বক্তব্যে বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে বাঙালি নেতৃত্বকে তুলে আনার প্রতি গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি। পাশাপাশি পশ্চিমবঙ্গ ভাগের দাবি রাজ্যবাসীর কাছে স্পর্শকাতর ইস্যু। এ নিয়ে বিজেপির সাংসদ- বিধায়কদের মুখ বন্ধ রাখতে বলা হয়েছে।

বিধায়কদের জনসংযোগের সময় বেঁধে দিয়ে গিয়েছেন নাড্ডা। সেই অনুযায়ী দলীয় বিধায়কদের প্রতিদিন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত নিজের বাড়িতে সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে হবে। কারো কোনও সার্টিফিকেটের দরকার অথবা কোনও দাবি কিংবা সমস্যা আছে কিনা সে কথা শুনতে হবে। মাসে ৫ দিন এলাকা পরিদর্শনে বের হতে হবে। এলাকার কী পরিস্থিতি তা সরেজমিনে দেখতে বলেছেন তিনি। ছোট ছোট অঞ্চল ধরে পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন যদি কথা না শোনে তাহলে যেন বার অ্যাসোসিয়েশনে যাওয়া হয়। ডিএম, এসপি কথা না শুনলে আন্দোলন করতে বলেছেন তিনি। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে সংগঠন নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে বিজেপি। নতুন পরিকল্পনায় একাধিক দলীয় রদবদল থাকতে পারে পশ্চিমবঙ্গ বিজেপিতে। সেক্ষেত্রে বিক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব সুযোগ দেওয়া হতে পারে।

/এলকে/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক