X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৮০ লাখ অস্ট্রেলীয়কে আলো নেভানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২২, ১৫:৪৭আপডেট : ১৬ জুন ২০২২, ১৫:৪৭

জ্বালানি সংকটের মুখে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বাড়িগুলোকে আলো নিভিয়ে রাখার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী। ক্রিস বোয়েন বলেন, বিকল্প ব্যবস্থা থাকলে মানুষের প্রতিদিন সন্ধ্যায় দুই ঘণ্টা করে আলো বন্ধ রাখা উচিত। তবে ‘বিদ্যুৎহীনতা’ এড়ানো যেতে পারে বলে আত্মবিশ্বাস রয়েছে বলে দাবি করেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রধান পাইকারি বিদ্যুতের বাজার মূল্য বৃদ্ধির কারণে স্থগিত করার পর এই আহ্বান জানানো হয়েছে। নিউ সাউথ ওয়েলসে বসবাসকারী সকলকে যতটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয়ের তাগিদ দিয়েছেন জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন। ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্দিষ্ট আইটেমগুলো কখন চালাবেন সে সম্পর্কে আপনার যদি অন্য উপায় থাকে তবে সেগুলো ৬টা থেকে ৮টা পর্যন্ত (সন্ধ্যায়) চালাবেন না’।

বিশ্বের সবচেয়ে বড় কয়লা ও প্রাকৃতিক গ্যাস রফতানিকারক দেশ অস্ট্রেলিয়া। তারপরেও দেশটি গত মাস থেকে জ্বালানি সংকট মেটাতে হিমশিম খাচ্ছে। দেশটির তিন ভাগ বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহার হয়। দেশটি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে কার্বন নিঃসরণ কমাতে যথেষ্ট কাজ করেনি বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কয়লা সরবরাহে ব্যাঘাত, বেশ কয়েকটি কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রে বিভ্রাট এবং বিশ্বজুড়ে জ্বালানি দাম বৃদ্ধির প্রভাব অনুভব করছে। এই বছরের শুরুতে বন্যায় নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডের বেশ কয়েকটি কয়লা খনি আক্রান্ত হয়। যান্ত্রিক জটিলতায়ঢ দুইটি খনির উৎপাদন কমে যায়। এই দুইটি কেন্দ্র থেকে নিউ সাউথ ওয়েলসের সবচেয়ে বড় কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হতো।

অস্ট্রেলিয়ার প্রায় এক চতুর্থাংশ কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমানে অপ্রত্যাশিত বিভ্রাট এবং নির্ধারিত রক্ষণাবেক্ষণের অভাবের কারণে পরিষেবার বাইরে রয়েছে। ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে বিশ্বব্যাপী কয়লা ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় কিছু বিদ্যুৎ উৎপাদনকারী তাদের খরচ বেড়ে যেতে দেখেছে।

এদিকে কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল হওয়ার পর অস্ট্রেলিয়ার অর্থনীতি উন্মুক্ত হওয়ায় এবং ঠাণ্ডার মধ্যে বিদ্যুতের চাহিদা বেড়েছে। আর এসব কারণে অস্ট্রেলিয়ার জ্বালানি বাজার নিয়ন্ত্রক (এইএমও) পাইকারি বাজারে প্রতি মেগাওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম তিন হাজার অস্ট্রেলীয় ডলারের ওপরে নির্ধারণ করে দিয়েছে। তবে কয়েকটি উৎপাদক প্রতিষ্ঠান জানিয়েছে, বেধে দেওয়া এই মূল্য তাদের উৎপাদন খরচের নিচে। ফলে তারা উৎপাদন ক্ষমতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ