দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান এর কোনও পর্যায়ের বৈঠকে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের প্রতিনিধিদের যোগ দিতে দেওয়া হবে না। দেশটিতে শান্তি ফেরাতে আসিয়ান প্রস্তাবিত শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। আসিয়ান চেয়ারের দায়িত্ব পালনকারী কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী শনিবার এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এবং এই সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান বৈঠকের চেয়ার পার্ক সোখোনন এক সংবাদ সম্মেলনে বলেন, জান্তাকে অবশ্যই এমনভাবে কাজ করতে হবে যাতে অগ্রগতি প্রতিফলিত হয়, তারপর আমরা অগ্রগতি দেখানোর সিদ্ধান্তে কাজ করতে সক্ষম হবো।
উল্লেখ্য, গত বছর অং সান সুচির নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। এই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ গড়ে ওঠে। তবে সহিংস দমন-পীড়নে বিক্ষোভ নিয়ন্ত্রণ করা হয়। দেশটিতে শান্তি ফেরাতে বেশ কয়েকটি ইস্যুতে আসিয়ানের সঙ্গে সমঝোতায় পৌঁছায় জান্তা সরকার। তবে সেই সমঝোতা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করে আসছে আসিয়ান।
সূত্র: রয়টার্স