X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আবারও প্রকাশ্যে কিমের মেয়ে, বাড়ছে উত্তরাধিকার বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ২২:২৩আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২২:২৩

উত্তর কোরীয় নেতা কিম জং উনের মেয়ে আবারও প্রকাশ্যে হাজির হয়েছেন। এবার তিনি সামনে আসলেন ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীদের সঙ্গে। তার বয়স মাত্র ১০ বছর। তাকে কিমের সবচেয়ে প্রিয় বা মূল্যবান সন্তান হিসেবে আখ্যায়িত করা হয়। ১৮ নভেম্বর কিমের মেয়ে প্রথম প্রকাশ্যে আসার খবর প্রকাশিত হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

ধারণা করা হয়, কিমের সবচেয়ে প্রিয় এই সন্তানের নাম জু অ্যায়, বয়স ৯ বা দশ বছর এবং দ্বিতীয় সন্তান। গত সপ্তাহে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তার একটি ছবি প্রকাশিত হয়। এতে তাকে বাবা কিমের সঙ্গে উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিদর্শন করেছেন। সঙ্গে রাষ্ট্রীয় কর্মকর্তারাও ছিলেন। ছবিতে তাকে সাদা কোট পরা অবস্থায় কিমের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে দেখা যায়। কাছে তখন ক্ষেপণাস্ত্র বোঝাই একটি ট্রাক অবস্থান করছিল।

আবারও প্রকাশ্যে কিমের মেয়ে, বাড়ছে উত্তরাধিকার বিতর্ক

রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) দ্বিতীয়বার তার কথা উল্লেখ করেছে। খবরে বলা হয়েছে, মেয়েকে নিয়ে আন্তঃমহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় নিয়োজিত বিজ্ঞানী, কর্মকর্তাদের সঙ্গে একটি দলীয় তুলেছেন কিম।

আবারও প্রকাশ্যে কিমের মেয়ে, বাড়ছে উত্তরাধিকার বিতর্ক

এর আগে ১৯ নভেম্বর তাকে কিমের প্রিয় সন্তান হিসেবে পরিচয় দিয়েছিল। কিন্তু এবার তাকে কিমের সবচেয়ে প্রিয় বা মূল্যবান সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে।

আবারও প্রকাশ্যে কিমের মেয়ে, বাড়ছে উত্তরাধিকার বিতর্ক

কেসিএনএ-তে প্রকাশিত ছবিতে এবার কালো কোট পরা অবস্থায় কিমের হাত ধরে ছবি তুলতে দেখা গেছে। কিছু ছবিতে দেখা গেছে, উর্দি না পরা কিছু সেনাদের মধ্যখানে বাবা-মেয়ে দাঁড়িয়ে আছেন। আরেকটি দেখা গেছে, কিমের মেয়েকে হাততালি দিতে, এক সেনার সঙ্গে করমর্দন করতে।

আবারও প্রকাশ্যে কিমের মেয়ে, বাড়ছে উত্তরাধিকার বিতর্ক

কার্নেগি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর বিশেষজ্ঞ আঙ্কিত পান্ডা বলেন, এটি গুরুত্বপূর্ণ। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জড়িত বিজ্ঞানী ও কলা-কুশলীদের সঙ্গে মেয়েকে নিয়ে কিমের হাজির হওয়াটা তাকে সম্ভাব্য উত্তারাধিকারী হিসেবে বিবেচনার ইঙ্গিত দিচ্ছে।

আবারও প্রকাশ্যে কিমের মেয়ে, বাড়ছে উত্তরাধিকার বিতর্ক

পান্ডা আরও বলেছেন, উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষার কোহিনুর হিসেবে খ্যাত কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ে পরীক্ষার সময় মেয়েকে কিমের প্রকাশ্যে নিয়ে আসাটা আমার কাছে কাকতালীয় মনে হয় না।  

 

/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা