আফগানিস্তানের রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে এক আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এই হামলায় ২০ জনের বেশি হতাহত হয়েছে। বুধবার এই হামলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
ঘটনার ছবিতে দেখঅ গেছে, ভবনের বাইরে রাস্তায় তুষারপাতের মধ্যে অনেক মানুষ পড়ে আছে।
এএফপি’র গাড়ির চালক জামশেদ কারিমি বলেন, কতজন নিহত বা আহত হয়েছেন জানি না। আমি এক ব্যক্তিকে আত্মঘাতী হতে দেখেছি।
বিস্ফোরণের কথা স্বীকার করেছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান। ঘটনাস্থলে নিরাপত্তা টিম পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।
২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর দেশটির নিরাপত্তা জোরদার করার দাবি করে আসছে তালেবান। তবে এরপর থেকে দেশটিতে বেশ কয়েকটি বোমা হামলা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এসব দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)-এর আফগান শাখা।