X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

উ. কোরিয়ার হুমকির পরও যৌথ সামরিক মহড়ায় সিউল-ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৩, ১৯:২৫আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৯:২৫

মার্চ মাসের শেষ দিকে বড় আকারের যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। সিউলের প্রতিবেশী উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন মহড়ার বিরুদ্ধে ‘নজিরবিহীন’ দৃঢ় পদক্ষেপ নেওয়ার হুমকির পরও এমন উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন ও সিউল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন ও দক্ষিণ কোরীয় সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে বলেছে, দুই দেশের সেনাবাহিনী আগামী ১৩ থেকে ২৩ মার্চ এই যৌথ মহড়ায় অংশ গ্রহণ করবে। এর লক্ষ্য হলো উভয় দেশের সমন্বিত প্রতিরক্ষা সামর্থ্য শক্তিশালী করা।

‘ফ্রিডম শিল্ড’ বা ‘মুক্তির ঢাল’ নামের এই মহড়াটি এবারই সবচেয়ে দীর্ঘ সময় আয়োজন করা হচ্ছে। দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদন অনুসারে, যৌথ কম্পিউটার-সিমুলেশন কমান্ড পোস্ট অনুশীলন’ থাকবে এই মহড়ায়।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মুক্তির ঢাল মহড়ার পরিকল্পনা এমনভাবে করা হয়েছে যাতে করে জোটের প্রতিরক্ষা ও পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়ে নিরাপত্তা পরিবেশের বদল, ডিপিআরকে-এর আগ্রাস এবং সাম্প্রতিক যুদ্ধ ও সংঘাত নেওয়া শিক্ষার ক্ষেত্রে।

ডিপিআরকে হলো উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নাম: দ্য ডেমোক্র্যাটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া।

অতীতে দুই দেশের যৌথ মহড়ায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে উত্তর কোরিয়া। মহড়ার পর দেশটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও পারমাণবিক হুমকি দিয়েছে। এবারও এই মহড়াকে কেন্দ্র উসকানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে দেশটি।

এমন মহড়ার বিরোধিতা করে পিয়ংইয়ং দাবি করে আসছে, এগুলো যুক্তরাষ্ট্র ও সিউলের মিত্রদের আক্রমণের অনুশীলন।

শুক্রবার মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সমন্বিত বিমান মহড়া চালিয়েছে। এতে অন্তত একটি বি-১বি দূরপাল্লার বোমারু ও দক্ষিণ কোরিয়ার এফ-১৫কে ও কেএফ-১৬ যুদ্ধবিমান অংশ নিয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
সর্বশেষ খবর
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
এক নম্বর হতে চান মিরাজ
এক নম্বর হতে চান মিরাজ
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি