X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গুড ফ্রাইডে চুক্তির ২৫ বছর পূর্তিতে বেলফাস্টে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৩, ১৬:৩১আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৬:৩১

গুড ফ্রাইডে চুক্তির ২৫ বছর পূর্তিতে চার দিনের ঐতিহাসিক সফরে নর্দার্ন আয়ারল্যান্ডে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯ টা ২০ মিনিটে বেলফাস্টে পৌঁছান তিনি। বেলফাস্টের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানবন্দরে বাইডেনকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তির মাধ্যমে নর্দার্ন আয়ারল্যান্ডের ৩০ বছরের সহিংসতার সমাপ্তি ঘটেছিল। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে অঞ্চলটির অসাধারণ অগ্রগতিকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউজ।

অঞ্চলটির শান্তি রক্ষা ও সমৃদ্ধি বজায় রাখতে মার্কিন প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে চুক্তিটির ২৫ বছর পূর্তি উদযাপন করতে আগ্রহ প্রকাশ করেন বাইডেন।

ব্রিটিশ অধিভুক্ত দেশটির সব চেয়ে বড় রাজনৈতিক দলের ভাইস প্রেসিডেন্ট সিন ফেইন বাইডেনের সফরকে ‘বিশেষ মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন,  ‘এই ২৫ বছরে আমাদের অর্জনের দিকে ফিরে তাকিয়ে যেভাবে গর্ববোধ করি, পরবর্তী ২৫ বছরেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার আশা করি।’

তবে বাইডেনের বেলফাস্টে থাকাকালীন নর্দার্ন আয়ারল্যান্ডের কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে আলোচনা করবেন না বলে জানিয়েছেন সুনাক।

ব্রেক্সিট পরবর্তী নিয়ম পরিবর্তনকে অঞ্চলটির ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) মেনে না নেওয়ার কারণে গত বছর এই চুক্তি ভেস্তে যায়। কিন্তু বাইডেনের সফর নিয়ে আলোচনায় অঞ্চলটির জোট সরকারের পতনের বিষয়টি চাপা পড়ে গেছে।

১৯২১ সালে যুক্তরাজ্যের অংশ হিসেবে নর্দার্ন আয়ারল্যান্ডের যাত্রা শুরু হয়। সে সময় আয়ারল্যান্ডের বাকি অংশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। ফলে অঞ্চলটির জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক দল আয়ারল্যান্ডের সঙ্গে একত্রিত হতে চেয়েছিল, আরেক দল মানুষ চেয়েছিল যুক্তরাজ্যের অংশ হয়েই থাকতে। বিষয়টি নিয়ে প্রায় ৩০ বছরের সহিংস সংঘর্ষের অবসান ঘটেছিল গুড ফ্রাইডে চুক্তির মাধ্যমে। এই সংঘর্ষে প্রাণ হারায় প্রায় সাড়ে ৩ হাজার মানুষ।

সূত্র: বিবিসি

 

/এটি/এএ/
সম্পর্কিত
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
সর্বশেষ খবর
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা