X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

টানা চতুর্থ মাসেও কমলো চীনের রফতানি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩০

চীনের রফতানি টানা চতুর্থ মাসেও কমেছে। ‘বিশ্ব কারখানা’ খ্যাত চীনকে দেশে ও বিদেশে কম চাহিদার কারণে এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে। সরকারি তথ্য অনুসারে, এক বছর আগের তুলনায় আগস্ট মাসে রফতানি কমেছে ৮ দশমিক ৮ শতাংশ এবং আমদানি কমেছে ৭ দশমিক ৩ শতাংশ।

চীনের আমদানি-রফতানি হ্রাস যতটা প্রত্যাশা করা হয়েছিল ততটা খারাপ নয়। আগস্ট মাসে কিছুটা উন্নতি হয়েছে। গত  বছরের  তুলনায় জুলাই মাসে দেশটিতে রফতানি কমেছে ১৪ দশমিক ৫ শতাংশ। একই সময়ে আমদানিও কমেছে ১২ দশমিক ৪ শতাংশ।

করোনা মহামারি পরবর্তী বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে চীনকে। বৈশ্বিক বাজারে চীনের তৈরি পণ্যের চাহিদা কমেছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধের কারণেও চাহিদা কমেছে। রফতানি আয় চীনের অর্থনীতির প্রবৃদ্ধির একটি মূল উৎস।

বুধবার মার্কিন আদমশুমারি ব্যুরোর একটি প্রতিবেদনে দেখানো হয়েছে, ২০০৬ সালের পর থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত মার্কিন পণ্য আমদানিতে চীন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২০১৮ সালে ২১ দশমিক ৮ শতাংশ আমদানি করেছিল চীন। তারপর তা ১৪ দশমিক ৬ শতাংশে নেমে এসেছিল।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের নির্মাণ, উৎপাদন, সেবা খাতসহ বিদেশি বিনিয়োগ ও শিল্প মুনাফায় প্রভাব পড়বে। চীনের আমদানি কমার কারণে এশীয় দেশগুলোর রফতানিতে প্রভাব পড়েছে। জুলাই মাসে চীনে দক্ষিণ কোরিয়ার রফতানি গত বছরের তুলনায় ২৫ দশমিক ১ শতাংশ কমেছে, যা গত ৩ মাসে সর্বনিম্ন।

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন বলেছে, অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে বিনিয়োগকারীদের গাড়ি, আবাসন ও পরিষেবা খাতে বিনিয়োগ করতে হবে। যদিও বিনিয়োগকারীরা মনে করেন, এসব খাতে বিনিয়োগ করতে হলে সরকারকে নতুন কিছু করতে হবে।

সূত্র: বিবিসি, রয়টার্স

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি