রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অক্টোবরে বেইজিংয়ে বৈঠক করবেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাশিয়া পুতিনের চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির পর এটিই পুতিনের প্রথম চীন সফর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ বলেন, পশ্চিমাদের লাগাম টেনে ধরার জন্য রাশিয়া ও চীনের সহযোগিতা আরও গভীর করা উচিত।
ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি তাকে উদ্ধৃত করে বলেছে, চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ির সঙ্গে ‘পুঙ্খানুপুঙ্খ’ আলোচনা করা হবে। পুতিন চীনের দিকে অগ্রসর হয়েছেন। পুতিনের পাশেও দাঁড়িয়েছেন শি।
পুতিন সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে বেইজিং সফর করেছিলেন। সেই সফরে ‘সীমাহীন’ অংশীদারিত্ব ঘোষণা করেছিলেন পুতিন ও শি। মস্কো বলছে, এটি কোনও সামরিক জোট নয়।
মার্চে মস্কো সফরকালে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে ২০১৭ ও ২০১৯ সালে বেল্ট অ্যান্ড রোড ফোরামে হাজির হয়েছিলেন পুতিন।
আইসিসির গ্রেফতারি পরোয়ানা মানতে বাধ্য রোম স্ট্যাটিউট স্বাক্ষরকারী ১২৩টি দেশ। চীন অবশ্য এই স্ট্যাটিউটে স্বাক্ষর করেনি। ফলে পুতিনের গ্রেফতার হওয়ার আশঙ্কা নেই।