জাপানে বিমানবন্দরের রানওয়েতে দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হোক্কাইডোর নিউ চিটোসে বিমানবন্দরে মঙ্গলবার (১৬ জানুয়ারি) এই ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশটিতে চলতি মাসে দ্বিতীয়বারের মতো এই ধরনের ঘটনা ঘটলো। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, উড়োজাহাজগুলো কোরিয়ান এয়ার এবং হংকং-ভিত্তিক ক্যাথে প্যাসিফিকের ছিল। এগুলোতে যাত্রী ছিলেন।
ক্যাথে প্যাসিফিক জানিয়েছে, ঘটনাটি ঘটার সময় তাদের বিমানটি যাত্রী নিয়ে ‘ভূমিতে’ অবস্থান করছিল।
এর আগে, চলতি মাসের শুরুতেও টোকিও বিমানবন্দরে দুটি বিমানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তখন জাপান কোস্ট গার্ডের একটি বিমান এবং একটি জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সংঘর্ষে অন্তত পাঁচজন ক্রু সদস্য নিহত হন।