X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

বিদ্রোহীদের ঐক্য মিয়ানমার জান্তার পতনের চাবিকাঠি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭

মিয়ানমারের বিভিন্ন জায়গায় জান্তা বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ জোরালো হচ্ছে। সেই সঙ্গে শক্তি বাড়াচ্ছে বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠন। এসব গোষ্ঠী জান্তা সরকারের সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। এই পরিস্থিতিতে সশস্ত্র সংগঠনগুলোর ঐক্য মিয়ানমারের জান্তা সরকার পতনের মূল চাবিকাঠি হতে পারে বলে মনে করছেন বিদ্রোহীরা। শনিবার (৩ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তিন বছরের মাথায় মিয়ানমারের শান ও রাখাইন প্রদেশে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে জান্তা সরকার। সেখানে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত তিনটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী এ প্রতিরোধ গড়ে তুলেছে। গ্রামাঞ্চল থেকে মায়ানমারের পশ্চিম, উত্তর ও পূর্বে শহরের দিকে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠী। তাই পালিয়ে বাঁচার পথ খুঁজছে সামরিক বাহিনী।

আল-জাজিরার প্রতিদেবন অনুযায়ী, কারেন রাজ্যে সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। হামলার কারণে এলাকাটি বিধ্বস্ত হয়ে গেছে। যার ফলে সেখানে চাকরি ও অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে মিয়ানমারের জান্তা সরকার বিভিন্ন জায়গায় নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।

এসব হামলা প্রতিরোধে এবার সামরিক বাহিনীর বিরুদ্ধেই অক্টোবর থেকে পাল্টা আক্রমণ শুরু করেছে দুটি শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীসহ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ)। এরা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত। 

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি সরকারের পতনের পর থেকেই এক হওয়ার চেষ্টা করছে সশস্ত্র গোষ্ঠীগুলো। এরা ইতোমধ্যে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে অভূতপূর্ব বিজয় অর্জন করেছে।

কোকাং মিয়ানমার ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও আরাকান আর্মির (এএ) সমন্বয়ে গড়ে উঠেছে এই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। তারা এক সঙ্গে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

এই জোটের পক্ষে লড়াই করেছে বামা পিপলস লিবারেশন আর্মি (বিপিএলএ), কমিউনিস্ট সংগঠন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ও মান্দালায় পিপলস ডিফেন্স ফোর্স (এমএনডিএফ)।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অং সান সু চির নেতৃত্বাধীন সর্বশেষ বেসামরিক সরকারের আইনপ্রণেতা ও রাজনীতিকদের নিয়ে গঠিত জাতীয় ঐক্য সরকারের (এনইউজে) প্রতি এই অ্যালায়েন্সের ‘বন্ধুত্বপূর্ণ কিংবা শত্রুতার’ সম্পর্ক নেই। এই অ্যালায়েন্সভুক্ত সংগঠনগুলো অভ্যুত্থানের পর থেকে জান্তার বিরুদ্ধে লড়লেও তারা নিজেদের ‘আঞ্চলিক স্বার্থের’ বাইরে অন্য কোনও কিছু করে না।

এছাড়া দেশটির সামরিক অভ্যুত্থান নেতা মিন অং হ্লাইং-এর পক্ষে আর লড়াই করতে ইচ্ছুক নয় মিয়ানমারবাসী। কারণ ক্ষমতা দখলের পর থেকে দেশজুড়ে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অবিরাম নৃশংসতা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু তারা মিয়ানমারকে সামরিক শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে অন্যান্য গোষ্ঠীর সঙ্গে ঐক্য বজায় রাখার গুরুত্ব বোঝে।

/এসএইচএম/
সম্পর্কিত
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
কাশ্মীরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ও এফ-১৬ ভূপাতিতের দাবি ভারতের
সিসটিন চ্যাপেল থেকে সাদা ধোঁয়া, ক্যাথলিকদের নতুন পোপ নির্বাচিত
সর্বশেষ খবর
সৈয়দপুর বিমানবন্দরে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ
সৈয়দপুর বিমানবন্দরে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
অর্থনীতিতে স্বস্তি কত দূর?
অর্থনীতিতে স্বস্তি কত দূর?
শহীদকন্যাকে ধর্ষণের মামলায় ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
শহীদকন্যাকে ধর্ষণের মামলায় ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
চুল চকচকে করবে অ্যালোভেরার এই প্যাক
চুল চকচকে করবে অ্যালোভেরার এই প্যাক