জোট সরকার গঠনে জন্য পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজকে (পিএমএল-এন) সমর্থনের আশ্বাস দিয়েছেন ১৮-২০ স্বতন্ত্র প্রার্থী। রবিবার (১১ ফেব্রুয়ারি) এমন দাবি করেছে নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো-জারদারি দলের। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, দক্ষিণ পাঞ্জাব, বেলুচিস্তান ও রাওয়ালপিন্ডি থেকে পিএমএলএন-পিপিপি সঙ্গে জোট সরকারে যোগ দেওয়ার কথা বলেছেন নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা।
বিভিন্ন সূত্র জানিয়েছে, ইতোমধ্যে একাধিক বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে যোগাযোগ করেছে পিপিপি ও পিএমএল-এন। দলের সঙ্গে যোগ দিয়ে জাতীয় পরিষদে জোট সরকার গঠন করবেন স্বতন্ত্ররা।
দলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, তারা ধারণা করছে, জোট সরকার গঠনে স্বতন্ত্রদের সংখ্যা আরও বাড়তে পারে।
পিপিপি জানিয়েছে, স্বতন্ত্রদের জন্য আমাদের দরজা সব সময়ই খোলা আছে। তাছাড়া স্বতন্ত্রদের প্রতিও দৃষ্টি রেখেছে পিপিপি। তারা বলছে, নির্বাচনের পর সরকার গঠনের জন্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।
স্বতন্ত্র প্রার্থীদের পিপিপি ও পিএনএল-এন-এ যোগ দেওয়ার বিষয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কাছে জানতে চাইলে দলের সিনিয়র নেতারা বলেন, এ সব ফালতু কথা। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
পিটিআই সমর্থিত নির্বাচিত সদস্যদের প্রতি আস্থা রেখে নেতারা বলেন, অন্য কোনও দলকে সমর্থন করবেন না পিটিআই সমর্থিতরা। কারণ সবাই সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খট্টক, মেহমুদ খান ও অন্যান্য নেতাদের পরিণতি দেখেছেন।