কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ব্যারিস্টার গহর খান বলেছেন, নির্বাচনে দলটির সমর্থিত জয়ী স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দেবেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) তিনি এই ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
ব্যারিস্টার গহর খান বলেছেন, প্রার্থীরা আমাদের কাছে সমর্থন জানিয়ে তাদের হলফনামা পাঠিয়েছেন। আমরা ঘোষণা দিচ্ছি যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগদান করছেন। কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়াতে জয়ী স্বতন্ত্ররা দলটিতে যোগ দেবেন। পার্লামেন্টারি কৌশল হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার গহর এই ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন পিটিআইয়ের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ওমর আইয়ুব খান, এসআইসি চেয়ারম্যান শাহিবজাদা হামিদ রাজা এবং মজলিস ওয়াহাদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম) সেক্রেটারি জেনারেল আল্লামা রাজা নাসির আব্বাস।
পিটিআই নেতা স্পষ্ট করে বলেছেন, এসআইসির সঙ্গে একটি আনুষ্ঠানিক সমঝোতায় পৌঁছেছে তার দল এবং তা আজকেই নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। তিনি বলেন, জাতীয় পরিষদে ৭০টি সংরক্ষিত আসন এবং দেশজুড়ে ২২৭টি সংরক্ষিত আসন রয়েছে। এই আসনগুলো শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে বণ্টন করা হয়।
তিনি আরও বলেন, তাই সংরক্ষিত আসনের অধিকার রক্ষায় এবং আমাদের সদস্যদের রক্ষায় আমরা একটি আনুষ্ঠানিক সমঝোতায় পৌঁছেছি। এর আওতায় আমাদের সব প্রার্থী দলটিতে যোগ দেবেন এবং ইসিপির কাছে এই বিষয়ে নথি হাজির করা হবে।
গহর বলেছেন, দলের শক্তি ও আইন অনুসারে তাদের সংরক্ষিত আসন বরাদ্দ দেওয়ার জন্য ইসিপির কাছে অনুরোধ জানানো হবে। আমরা দাবি করছি, পিটিআই জাতীয় পরিষদের ১৮০টি আসনে জয়ী হয়েছে। সব স্বতন্ত্র প্রার্থী পিটিআইয়ের সমর্থন ও সহযোগিতায় নির্বাচন করেছেন। তারা বিপুল সংখ্যায় জয়ী হয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাত্র তিন জনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনে দল হিসেবে অংশগ্রহণ করতে পারেনি ইমরান খানের পিটিআই। তাদের সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন। দলগতভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দল দুটির নেতৃত্বে ছয়টি দল জোট সরকার গঠনে সম্মতির কথা ঘোষণা দিয়েছে।