X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নির্বাচনে কারচুপির প্রতিবাদে পিটিআইয়ের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৪, ২০:৩০আপডেট : ০২ মার্চ ২০২৪, ২০:৩০

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর কর্মী ও সমর্থকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির প্রতিবাদে পাকিস্তানের প্রধান শহরগুলোতে পিটিআইয়ের বিক্ষোভে পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শনিবার (২ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

শনিবার বিক্ষোভের অংশ হিসেবে লাহোর হাইকোর্টের সামনে জড়ো হয় পিটিআইয়ের কর্মী, সমর্থক ও আইনজীবীরা। এছাড়া শাহাদারা, মল রোডের জিপিও চক ও কমিশনারের কার্যালয়ের বাইরেসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় পিটিআই সমর্থকরা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। বিভিন্ন এলাকা থেকে মিয়া শেহজাদ ফারুকসহ আরও ৮ পিটিআই কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, লাহোর হাইকোর্টের সামনে বিক্ষোভ করার সময় আইনজীবীদের ধাক্কা দিয়ে আদালতের ভেতরে ঢুকিয়ে, গেটে তালা লাগিয়ে দেয় পুলিশ।

বিক্ষোভ চলছে ইসলামাবাদসহ আরো কয়েকটি শহরে। পেশোয়ার থেকে ইসলামাবাদে বিক্ষোভ-সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন পিটিআইয়ের এক নেতা শের আফজাল মারওয়াত। পুলিশের বাধায়, রাস্তা পরিবর্তন করে বিক্ষোভ মিছিলটি নিয়ে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছেন তিনি।

পিটিআই মুখপাত্র বলেছেন, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দিচ্ছে পুলিশ। তাদের চুরি করা ম্যান্ডেট ফিরিয়ে নিতে রাস্তায় নেমেছে জনগণ। এই লড়াই চলবে বলেও জানিয়েছেন তিনি।

ইসলামাবাদে, জাতীয় প্রেস ক্লাবের বাইরে পিটিআই নেতা শোয়েব শাহীন, আলী বুখারি ও আমির মুঘলের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। আরেকটি সমাবেশ হয় শহরের রাজার বাজার এলাকায় পরে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।  

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী পারভেইজ এলাহির স্ত্রী কায়সারা এলাহির নেতৃত্বে গুজরাটে প্রতিবাদ সমাবেশ করে পিটিআই। পিএমএল-কিউ সভাপতি চৌধুরি সুজাত হোসেনের বোন সমাবেশে উপস্থিত ছিলেন।

কারচুপির অভিযোগে গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে পিটিআই, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল এবং জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯০টির বেশি আসনে জয়ী হয়। সংরক্ষিত নারী ও সংখ্যালঘু আসন পাওয়ার জন্য পরে তারা  সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগদান করে। ফলাফল প্রকাশের পর থেকেই নির্বাচনে কারচুপির প্রতিবাদে বিক্ষোভ করে আসছে পিটিআই।

/এস/
সম্পর্কিত
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
পাকিস্তানে বৃষ্টিতে মৃত্যু ২২
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ