X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে আবারও কি শুরু হলো টানাপোড়েন?

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৪, ১২:৫৯আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৩:৩৪

দক্ষিণ চীন সাগর ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে ফিলিপাইনে চীনা দূতাবাস সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমস্যা সৃষ্টি করা বা দক্ষিণ চীন সাগর ইস্যুতে পক্ষ নেওয়া থেকে বিরত থাকতে হবে। ফিলিপাইনের উপকূল রক্ষীদের নিরাপত্তা ইস্যুতে মঙ্গলবার দেশটির সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি প্রসারিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এরপরই এমন সতর্কবার্তা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ দাবি নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে ফিলিপাইন এবং চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। এরমধ্যে ফিলিপাইন সফরে গেছেন মার্কিন এই প্রতিনিধি।

ওই বিবৃতিতে ফিলিপাইনে চীনের দূতাবাস বলেছে, দক্ষিণ চীন সাগরে চীনা কার্যকলাপ ‘বৈধ এবং আইনসম্মত’। বিবৃতিটিতে বলা হয়, এই ‘সত্যটি উপেক্ষা করে, চীনের বিরুদ্ধে ভিত্তিহীনভাবে অভিযোগ এনেছেন’ ব্লিঙ্কেন।

বিবৃতিটিতে আরও বলা হয়, ব্লিঙ্কেন আবারও ‘তথাকথিত যুক্তরাষ্ট্র-ফিলিপাইন যৌথ সামরিক চুক্তির বাধ্যবাধকতার মাধ্যমে চীনকে হুমকি দিয়েছেন।’ চীন দৃঢ়ভাবে এই চুক্তির বিরোধিতা করে।

১৯৫১ সালের একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হয় ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্র। ওই চুক্তির আওতায় উভয়পক্ষের যেকোনও দেশের ওপর হামলা হলে তাদের একে অপরকে সমর্থন করতে হবে। গত বছর ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র যুক্তরাষ্ট্রকে সেই নিরাপত্তা প্রতিশ্রুতির পরিসর স্পষ্ট করতে চাপ দিয়েছিলেন।

মঙ্গলবার ফিলিপাইনের পররাষ্ট্র সচিব এনরিক মানালোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ফিলিপাইনের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এবং দৃঢ় প্রতিরক্ষা প্রতিশ্রুতিতে অটল রয়েছে। চুক্তিটি ফিলিপাইনের সশস্ত্র বাহিনী, সরকারি জাহাজ ও বিমান এবং দেশটির উপকূলরক্ষীদের ওপর সশস্ত্র আক্রমণ পর্যন্ত প্রসারিত হয়েছে।

ব্লিঙ্কেনের এমন ঘোষণাকে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করেছে চীন। দেশটি বলেছে, এই অঞ্চলের ইস্যুতে মাথা ঘামানো যুক্তরাষ্ট্রের কাজ নয় এবং ফিলিপাইন ও চীনের সামুদ্রিক ইস্যুতে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই তাদের।

/এএকে/
সম্পর্কিত
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
সর্বশেষ খবর
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে
কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম