X
বুধবার, ০৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

স্মরণসভায় হাজির ‘মৃত’ ব্যক্তি, চমকে উঠলো পরিবার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ২১:৫৯আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২১:৫৯

গুজরাটের মেহসানায় এক স্মরণসভায় এমন একটি ঘটনা ঘটেছে যা কল্পনাকেও হার মানায়। বৃহস্পতিবার মৃতের জন্য আয়োজিত একটি প্রার্থনা সভায় তিনি নিজেই জীবিত হাজির হন।

৪৩ বছর বয়সী ব্রিজেশ সুতার গত ২৭ অক্টোবর তার বাড়ি থেকে নিখোঁজ হন। আহমেদাবাদের নারোদা এলাকার এই বাসিন্দার পরিবার তাকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালায়। যখন তাকে পাওয়া গেলো না, তখন তারা পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন।

১০ নভেম্বর সাবরমতী সেতুর কাছে একটি পচাগলা মৃতদেহ পাওয়া যায়। পুলিশের ডাকে সাড়া দিয়ে ব্রিজেশের পরিবার মৃতদেহটি শনাক্ত করতে যান। মৃতদেহটি তখন এমনভাবে বিকৃত হয়ে গিয়েছিল যে সঠিকভাবে চেনা সম্ভব ছিল না। শারীরিক গঠন দেখে তারা ধরে নেন এটি ব্রিজেশের দেহ এবং শেষকৃত্য সম্পন্ন করেন।

স্থানীয় সংবাদমাদ্যমের খবর অনুসারে, ব্রিজেশ দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও আর্থিক বিনিয়োগের কারণে হতাশায় ভুগছিলেন। পরিবারটি শুক্রবার তার স্মরণে প্রার্থনা সভার আয়োজন করে।

স্মরণসভা চলাকালীন ব্রিজেশ হঠাৎ করে সেখানে উপস্থিত হন। তাকে জীবিত দেখে হতবাক হয়ে পড়ে পরিবার ও পুলিশ। ব্রিজেশের মা বলেন, আমরা সর্বত্র তাকে খুঁজেছিলাম। তার ফোন বন্ধ ছিল। পরে পুলিশ আমাদের একটি মৃতদেহ দেখায়। সেখান থেকে ভুলভাবে সনাক্ত করি এবং সৎকার সম্পন্ন করি।

ব্রিজেশের এক আত্মীয় জানান, তিনি হতাশ ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

ব্রিজেশের ফিরে আসা পুলিশের জন্য একটি নতুন জটিলতার সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, তাহলে ব্রিজেশ মনে করে কাকে দাহ করা হয়েছিল? পুলিশ অজানা মৃতদেহটির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে।

এদিকে, ব্রিজেশ নিখোঁজ হওয়ার পর এই কয়েকদিন কোথায় ছিলেন এবং কীভাবে ফিরলেন, তা নিয়ে রহস্য রয়ে গেছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ভারত ও যুক্তরাজ্যের ‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তি, কমবে শুল্ক
মিয়ানমারের মিলিশিয়া গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
গাজার ‘ক্ষুধা যুদ্ধ’ চলতে থাকলে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন: হামাস
সর্বশেষ খবর
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জন গ্রেফতার
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জন গ্রেফতার
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
ভারত ও যুক্তরাজ্যের ‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তি, কমবে শুল্ক
ভারত ও যুক্তরাজ্যের ‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তি, কমবে শুল্ক
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বিগত সরকার: হাবিবুর রহমান
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বিগত সরকার: হাবিবুর রহমান
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি