X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

শিক্ষার্থীদের রাজনৈতিক শিক্ষার মান নিয়ে এখন খুশি চীন

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ১৪:৫০আপডেট : ১৭ মার্চ ২০১৮, ০১:১৫

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে গড়ে তোলার জন্য যে পাঠ্যক্রম চালু রয়েছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে চীন। গত বছরের আগে ওই পাঠ্যক্রমে অংশ নিতে শিক্ষার্থীদের তেমন কোনও আগ্রহ ছিল না, তারা শুধু শারীরিকভাবে সেখানে উপস্থিত হতো। তাছাড়া, পাঠ্যক্রমটি মেয়াদোত্তীর্ণ ও যুগোপোযোগীও ছিল না, জানিয়েছেন চীনের শিক্ষামন্ত্রী। গত বছর থেকে পরিস্থিতি উন্নত হওয়ার চীনা দাবির প্রেক্ষিতে বার্তাসংস্থা রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা উল্লেখ করেছে, শুক্রবার শিক্ষামন্ত্রী রাজনৈতিক পাঠক্রমে অংশ নিতে বর্তমান শিক্ষার্থীদের প্রবল আগ্রহকে ট্রেনযাত্রীদের টিকেট পাওয়ার আগ্রহের সঙ্গে তুলনা দিয়েছেন। তিনি বলেছেন, ট্রেনের টিকেট পেতে যেমন প্রতিযোগিতা হয়, নতুন রাজনৈতিক পাঠক্রমে অংশ নিতে শিক্ষার্থীদের আগ্রহ তেমনই প্রবল। 

চেন বাওশেং

সমাজতান্ত্রিক চীন তার বিশ্ববিদ্যালয়গুলোতে পশ্চিমা ধ্যানধারণার বিস্তার ঠেকাতে সচেষ্ট অনেক আগে থেকেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অযথার্থ মন্তব্যের খোঁজ রাখতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে পরিদর্শক পর্যন্ত পাঠানো হয়। তবে গত বছরের আগ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য চালু থাকা রাজনৈতিক প্রশিক্ষণের পাঠক্রমে শিক্ষার্থীরা কোন আগ্রহ ছাড়াই যোগ দিতে বাধ্য হতো। পাঠ্যক্রমও আধুনিক ছিল না। শুক্রবার চীনের শিক্ষামন্ত্রী চেন বাওশেং এসব মন্তব্য করেছেন। চীনের শিক্ষামন্ত্রীর এই স্বীকারোক্তিকে ‘বিরল’ আখ্যা দিয়েছে রয়টার্স। কারণ শিক্ষার্থীদের রাজনৈতিক পাঠদান নিশ্চিত করা চীনা সরকারের গুরুত্বপূর্ণ নীতি।
অবশ্য গত বছর থেকে পরিস্থিতি উন্নত হওয়ার কথা জানিয়ে বাওশেং বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় আড়াই হাজার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক পাঠক্রমে বিশেষজ্ঞ এমন ২০০ জনকে পাঠিয়েছিল, যারা ৩ হাজারেরও বেশি ক্লাসে উপস্থিত হয়েছেন। তারা সেখানে ওই ৩০ হাজার শিক্ষার্থীদের ওপর জরিপ চালিয়েছেন। প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে ৯১ শতাংশ শিক্ষার্থী এখন রাজনৈতিক পাঠ্যক্রমকে প্রকৃতই শিক্ষামূলক মনে করে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, ‘কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আগ্রহ এতো বেশি যে ক্লাসে বসার সিট পাওয়া, উৎসবের আগে ট্রেনের টিকিট পাওয়ার মতো কঠিন হয়ে উঠেছে। গত বছর যে নিবিড় চেষ্টা করা হয়েছে তার ফলেই এই বিশাল পরিবর্তন সূচিত হয়েছে। তবে আমরা স্পষ্টভাবে মনে করি এই সাফল্য এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। একে শক্তিশালী ও সুসংহত করতে হবে। ’

শিক্ষক ও শিক্ষার্থীরা যে ধরণের বিষয়কে হস্তক্ষেপ মনে করে, সেরকম বিষয় চীনে অহরহ হয়। ১৯৮৯ সালে গণতন্ত্রের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন আন্দোলন শুরু করেছিল তেমন আন্দোলন ঠেকাতে পাঠ্যক্রম ও বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্য চীন সরকার ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে। ১৯৮৯ সালে হওয়া শিক্ষার্থীদের ওই আন্দোলন দমনে চীন সেনাবাহিনী নামিয়েছিল। ২০১৩ সালে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হতে হয়েছিল কমিউনিস্ট পার্টির কড়া সমালোচক এক উদারপন্থী অর্থনীতিবিদকে। এর এক বছর পর, এক সময়ে মুক্তচিন্তার জন্য সুপরিচিত পিকিং বিশ্ববিদ্যালয় ইন্টারনেটে দেওয়া মতামতের ওপর নজরদারি করতে একটি সার্বক্ষণিক ব্যবস্থা চালু করে, যাতে ‘ঋণাত্মক’বক্তব্যের প্রভাব ছড়িয়ে পড়া ঠেকানো যায়। কমিউনিস্ট পার্টির তৎকালীন এক প্রকাশনায় এ খবর জানানো হয়েছিল।

চীন বিশ্বমানের বিশ্ববিদ্যালয় বানাতে চায়। চীনের কিছু বিশ্ববিদ্যালয় আসলেও বেশ কয়েকটি ভালো বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম লিখিয়েছে। কিন্তু সমালোচকরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব করলে চীনের বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরির স্বপ্ন হোঁচট খাবে। 

/এএমএ/
সম্পর্কিত
রাইসির জন্য খামেনির প্রার্থনা
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
সর্বশেষ খবর
মঙ্গলবার দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনমঙ্গলবার দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু বুধবার
ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু বুধবার
‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’
‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া