X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

করোনার উৎস, মার্কিন প্রতিবেদনের নিন্দায় যা বললো চীন

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২১, ১৯:০৬আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৯:০৬

কোভিড-১৯ এর উৎস নিয়ে মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদনের নিন্দা জানিয়েছে চীন। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওশু এক বিবৃতিতে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি একটি মিথ্যা প্রতিবেদন বলে উল্লেখ করেছেন। বেইজিং এই তদন্তের রাজনীতিকীকরণের প্রচেষ্টার বিরোধিতা করে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।

শনিবার (২৮ আগস্ট) মা ঝাওশু বিবৃতিতে বলেছেন, এর (মার্কিন প্রতিবেদন) কোনও বৈজ্ঞানিক ভিত্তি বা বিশ্বাসযোগ্যতা নেই। চীনকে অপবাদ ও আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র একটি বিবৃতিও প্রকাশ করেছে। চীন এর বিরুদ্ধে দৃঢ় আপত্তি জানায়।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বিজ্ঞান ও সত্যকে উপেক্ষা করে রাজনৈতিক কারসাজি এবং গোয়েন্দাদের দ্বারা উৎস খোঁজা নিয়ে ব্যস্ত। কোনও প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র চীনের নামে অপপ্রচার ও দোষারোপের উদ্দেশ্যে একের পর এক গল্প তৈরি করেছে। তাদের উদ্দেশ্য কোভিডের উৎস খোঁজার নামে চীনের ওপর দোষ চাপানো এবং রাজনৈতিক ভাইরাস ছড়িয়ে দেওয়া।

চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, উৎস খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনকে স্বচ্ছ বা সহযোগী না হওয়ার অভিযোগ করেছে। এটি নিছক অর্থহীন কথা। উত্স শনাক্তকরণে আন্তর্জাতিক ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে সহযোগিতার ভিত্তিকে চীন অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে এবং এই ধরণের সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, এই বছরের শুরুর দিকে, শীর্ষস্থানীয় আন্তর্জাতিক এবং চীনা বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের যৌথ গবেষক দল চীনে ২৮ দিন গবেষণা চালায় এবং নির্ভরযোগ্য, পেশাদার ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করে। এটি উৎস শনাক্তকরণে আন্তর্জাতিক সহযোগিতার একটি অসাধারণ ভিত্তি। আমরা উৎস শনাক্তকরণে বিজ্ঞান-ভিত্তিক প্রচেষ্টাকে সমর্থন দিয়ে আসছি এবং এভাবেই সক্রিয়ভাবে যুক্ত থাকব। আমরা এই বিষয়টির রাজনীতিকীকরণের প্রচেষ্টার তীব্র বিরোধিতা করি। 

মার্কিন প্রশাসনের বিরুদ্ধে স্বচ্ছ, দায়িত্বশীল ও সহযোগীর ভূমিকা পালন না করার অভিযোগ তুলে তিনি বলেন,  ফোর্ট ডেট্রিক বায়োল্যাব এবং দুইশো’রও বেশি বিদেশি ঘাটিতে জৈবিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের যুক্তিসঙ্গত সন্দেহের জবাব দিতে যুক্তরাষ্ট্র অস্বীকার করে আসছে, সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং দায় এড়ানোর চেষ্টা করছে।

মা ঝাওশু বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করে বলতে চাই যে, উৎস শনাক্তকরণকে রাজনৈতিকীকরণ কোনও ফলাফল এনে দিবে না। আমরা আহ্বান জানাচ্ছি, উৎস শনাক্তকরণে আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশকে বিষাক্ত করে অথবা বৈশ্বিক মহামারির বিরুদ্ধে বৈশ্বিক সংহতিকে অবমূল্যায়ন করে এমন কিছু করা অবিলম্বে বন্ধ করুন। বৈশ্বিক মহামারি মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক উৎস শনাক্তকরণ ও সহযোগিতার সঠিক পথে ফিরে আসুন।

/এএ/
সম্পর্কিত
করোনা পরীক্ষায় ভুয়া প্রতিবেদন, চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
মার্কিন শুল্কনীতিকে ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করলেন ম্যাক্রোঁ
হার্ভার্ডে ইহুদি ও ইসরায়েলি শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘনের আলামত পেয়েছে ট্রাম্প প্রশাসন: প্রতিবেদন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’