X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শান্তি আলোচনা ব্যর্থ হলেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৭আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০২:০১
image

রবিবার ডাবলিনে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোভেনি বলেছেন, ফিলিস্তিন-ইসরায়েল সংকটের দ্বি-রাষ্ট্রিক সমাধান বাস্তবায়নের বিষয়ে যদি আলোচনা ফলপ্রসূ না হয় আর অচলাবস্থা এভাবে চলতে থাকে তাহলে শান্তি প্রক্রিয়ার সিদ্ধান্তের অপেক্ষা না করেই দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেবে। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকির সঙ্গে অংশ নেওয়া যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, অপরাপর কয়েকটি ইউরোপীয় দেশ একইভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দিতে পারে। তুরস্কভিত্তিক সংবাদপত্র হুররিয়াত ডেইলি উল্লেখ করেছে, সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করেছেন কোভেনি। ওয়াশিংটনে অবস্থিত পিএলওর কার্যালয় বন্ধ করা ও ফিলিস্তিনি শরণার্থীদের জন্য বরাদ্দ কমিয়ে দেওয়ার মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি আশ্বস্ত করেছেন, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য আয়ারল্যান্ড বরাদ্দ বৃদ্ধি করবে। সাইমন কোভেনি

কোভেনির ভাষ্য, ‘শান্তি আলোচনায় যেরকম হতাশাজনক অচলাবস্থা বিরাজ করছে তাতে আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দেওয়ার সিদ্ধান্তই বিবেচনা করবে। আমি মনে করি ইউরোপের আরও অনেক দেশের ভাবনাই এমন।’ তিনি জানিয়েছেন, স্থবির হয়ে পড়া ফিলিস্তিন-ইসরায়েল শান্তি প্রক্রিয়া আবার চালু করতে আয়ারল্যান্ড আরব, ইউরোপ ও ফিলিস্তিনের নেতাদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠানের কথা ভাবছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের নিয়োজিত সংস্থা ইউএনআরডব্লিউএর বরাদ্দ ২০ কোটি ডলার কমিয়ে দেওয়ার মার্কিন সিদ্ধান্তকে একটি ‘ভুল’ আখ্যা দিয়ে কোভেনি সংস্থাটির জন্য আইরিশ বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে আয়ারল্যান্ডের দেওয়া ৫৩ লাখ ডলারের তহবিলকে বৃদ্ধি করে ৮২ লাখ ৪০ হাজার ডলারে উন্নীত করা হতে পারে।

সংবাদ সম্মেলনে কোভেনিকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েল ক্রমেই বর্ণবাদভিত্তিক ব্যবস্থার মতো একটি ব্যবস্থা চাপিয়ে দিতে চাচ্ছে কি না। তিনি উত্তরে বলেছেন, ‘আমরা দেখতে পারছি ফিলিস্তিনি ভূমি দখল করা হয়েছে আর সেই দখল করা ভূমিতে সম্প্রসারণ করা হচ্ছে ইসরায়েলি বসতি। এসব আমাদের দৃষ্টিতে অবৈধ।’

ওয়াশিংটনে অবস্থিত ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের’ কার্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন কোভেনি। তার ভাষ্য, ‘আমরা মনে করি, যোগাযোগের রাস্তা বন্ধ করে দেওয়াটা কখনও ভালো নয়। আমাদের অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যেতে হবে যদি আমরা শান্তি আলোচনায় কোনও উল্লেখযোগ্য অর্জন দেখতে চাই।’

ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী আল মালিকি আয়ারল্যান্ডে গেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে। সেখানে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী তাওইসিয়াচ লিও ভারাদকার এবং প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনসের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। আব্বাস ও মালিকি আয়ারল্যান্ড থেকে নিউ ইয়র্কে যাবেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দিতে।

/এএমএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ