X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বাংলাদেশি হ্যাকারদের আক্রমণের পর সাইবার সতর্কতা জারি ফ্রান্সের

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২০, ২১:২৮আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২৩:০৫

বেশ কয়েকটি ফরাসি ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনায় সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে ফ্রান্স। বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ রবিবার ফরাসি ওয়েবসাইট হ্যাকিংয়ের দাবি করার পর টুইটারে এই সতর্কতা জারি করা হলো। ফ্রান্সের সাইবার হামলা ও হুমকির ভুক্তভোগীদের সহযোগিতার জন্য গঠিত সাইবারম্যালভেইলেন্স নামের সংস্থা এই সতর্কতা জারি করেছে। ফরাসি ওয়েবসাইট টুয়েন্টি মিনিটস এ খবর জানিয়েছে।

বাংলাদেশি হ্যাকারদের আক্রমণের পর সাইবার সতর্কতা জারি ফ্রান্সের

রবিবার ‘সাইবার ৭১’ হ্যাকিং কমিউনিটির একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন,  এখন পর্যন্ত ৪০-৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে  আক্রমণ করা হয়েছে। তবে সবক’টি আমরা প্রকাশ করিনি এখনও। সর্বশেষ মোট ৮টি ওয়েবসাইট প্রকাশ করেছি আমাদের অফিসিয়াল পেজে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে অবমাননা করার প্রতিবাদে এই সাইবার আক্রমণ করা হয়েছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি। সেগুলোতেও হামলা করা হবে।


 

আরও পড়ুন: ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলা


 

ফ্রান্সের সাইবারম্যালভেইলেন্সের সতর্কতায় বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় থেকে অনেক ফরাসি ওয়েবসাইটে সাইবার হামলা চলছে। তবে হ্যাকিংয়ের শিকার ওয়েবসাইটগুলোর পরিচয় প্রকাশ করা হয়নি।

বাংলাদেশি হ্যাকারদের আক্রমণের পর সাইবার সতর্কতা জারি ফ্রান্সের

টুইটের সঙ্গে হ্যাকিংয়ের শিকার হওয়ার ওয়েবসাইটগুলোর জন্য করণীয় ও পরামর্শের একটি লেখার লিংক যুক্ত করা হয়েছে।

ফরাসি সংস্থা এই হ্যাকিংয়ের ঘটনাগুলোকে বিকৃতকরণ সাইবার অ্যাটাক বলে আখ্যায়িত করেছে। দেশটির জাতীয় তথ্য নিরাপত্তা ব্যবস্থা সংস্থার মতে, এ ধরনের হ্যাকিংয়ের কোনও একটি ওয়েবপেজে পুরনো তথ্য মুছে ফেলা বা তাতে নতুন কিছু যুক্ত করা হয় কোনও দাবি তুলে ধরে।

ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাইবার হামলার ঘটনায় সরকার অবিলম্বে আক্রান্ত কম্পিউটার বন্ধ এবং প্রমাণাদি ও হার্ড ড্রাইভ রেখে দেওয়ার জন্য, যাতে তদন্ত কাজে লাগে। স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করারও আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের সাইবার হামলায় জড়িতদের দুই থেকে সাত বছরের কারাদণ্ড ও ৬০ হাজার থেকে ৩ লাখ ইউরো পর্যন্ত জরিমানার শাস্তি রয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে লন্ডন
তুরস্কে দ্বিতীয় দিনে ভয়াবহ দাবানল, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ
সর্বশেষ খবর
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখের বেশি করদাতা: এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখের বেশি করদাতা: এনবিআর
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: খালাস চেয়ে হাইকোর্টে হিটু শেখের আপিল
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: খালাস চেয়ে হাইকোর্টে হিটু শেখের আপিল
মামলার নথি জালিয়াতি, কক্সবাজারের সাবেক ডিসিসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন
মামলার নথি জালিয়াতি, কক্সবাজারের সাবেক ডিসিসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক