X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের সীমানা সাড়ে ৭ ফুট কমিয়ে দিলেন এক চাষী!

বিদেশ ডেস্ক
০৬ মে ২০২১, ২২:২১আপডেট : ০৬ মে ২০২১, ২২:২১

সীমানা নিয়ে বিরোধে জড়িয়েছে বিশ্বের বহু দেশ। এমনকী গড়িয়েছে রক্তক্ষয়ী যুদ্ধেও। ইতিহাসে রয়েছে এমন অনেক উদাহরণ। শুধু ইতিহাস কেন, বর্তমানেও সীমানা নিয়ে বহু দেশের মধ্যেই সম্পর্ক তিক্ত। কিন্তু জানেন কী, ফ্রান্সের মতো শক্তিধর দেশের সীমানা একাই কমিয়ে দিলেন প্রতিবেশী দেশ বেলজিয়ামের এক সাধারণ কৃষক! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

ইউরোপের কিছু দেশের সীমান্তে কাঁটাতার নেই। সেখানে বহু জায়গায় দুটি দেশের সীমান্ত ভাগ করেছে পাথরের ফলক। ফ্রান্স-বেলজিয়ামের মধ্যেও এমন একটি পাথরের ফলক ছিল। যা দুই দেশের সীমান্ত বলে নির্ধারিত।

বেলজিয়ামের এক ব্যক্তি, যিনি পেশায় চাষী, ওই পাথরের ফলক নির্দিষ্ট জায়গা থেকে তুলে অন্যত্র বসিয়ে দেন। যার ফলে প্রায় আড়াই মিটার (সাড়ে সাত ফুট) জায়গা হারায় ফ্রান্স। উল্টোদিকে বেড়ে যায় বেলজিয়ামের সীমান্ত এলাকা।

বহু বছর ধরে ওই চাষীর ভুলটি কেউ ধরতে পারেনি। ফলে এত বছর ধরে ফ্রান্স তাদের অধিকারের প্রায় আড়াই মিটার জায়গা হারিয়ে বসেছিল।

ফ্রান্স ও বেলজিয়ামের মধ্যে সীমানা ৬২০ কিলোমিটার দীর্ঘ। ১৮২০ সালে দুই দেশের মধ্যে সীমান্ত নির্ণয়ের জন্য ওই পাথর পুঁতে রাখা হয়েছিল। কিন্তু বেলজিয়ামের সেই চাষী পাথরটির প্রয়োজনীয়তা বুঝতে পারেননি।

বেলজিয়াম ও ফ্রান্সের সীমান্ত বরাবর চাষের জমি ছিল তার। সেখানে চাষবাস করে তার জীবন কাটত। বারবার সেই চাষীর ট্রাক্টর-এর সামনে সীমান্ত ভাগাভাগি করা পাথরটি চলে আসত। তাই একটা সময় বিরক্ত হয়ে পাথরটিকে নির্ধারিত জায়গা থেকে তুলে কিছুটা দূরে বসিয়ে দেন ওই চাষী। পাথরের ফলকটি সরে যাওয়ার পরও দুই দেশের কেউ লক্ষ্য করেনি।

এত বছর কোনও সমস্যা হয়নি। শেষ পর্যন্ত একজন ইতিহাসবিদ ওই চাষীর করা ভুল বুঝতে পেরেছেন। ইতিহাসবিদ বনের রাস্তা ধরে হাঁটার সময় খেয়াল করেন, যে পাথরটির সীমানা চিহ্নিত করার কথা সেটি সঠিক জায়গায় নেই। এর পর ইতিহাসবিদ ফ্রান্স ও বেলজিয়ামের সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

ইতিহাসবিদ ওই ভুল ধরার পরও ফ্রান্স ও বেলজিয়ামের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকী এই নিয়ে আন্তর্জাতিক স্তরে কোনও হৈ চৈ হয়নি। বরং বেলজিয়ামের সীমান্তবর্তী এরকুইলিনস গ্রামের মেয়র ডেভিড লাভক্স এই নিয়ে মজা করেছেন। ফ্রান্সের প্রশাসনিক স্তরের অনেক কর্মকর্তাও ব্যাপারটিকে মজার ছলেই দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে এটি নিয়ে হাসাহাসি।

স্থানীয় বেলজিয়াম কর্তৃপক্ষ ওই চাষীর সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করছে। চাষীকে সীমান্ত ফলকটি নির্ধারতি স্থানে পুনরায় রাখার জন্যবলা হবে। এতে যদি ফলকটি আগের স্থানে না যায় তাহলে বিষয়টি বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত গড়াবে। তখন ফ্রাঙ্কো-বেলজিয়াম সীমান্ত কমিশনকে তলব করা হতে পারে। যা ১৯৩০ সাল থেকে নিষ্ক্রিয় রয়েছে।

মেয়র লাভক্স জানিয়েছেন, যদি ওই চাষী ফলকটি আগের স্থানে নিতে ব্যর্থ হন তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে। তিনি বলেন, তিনি যদি সদিচ্ছা দেখান তাহলে আমাদের কোনও সমস্যা হওয়ার কথা। বিষয়টি আপসে মীমাংসা হয়ে যাবে। সূত্র: নিউজ ১৮, বিবিসি

/এএ/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক