X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিতর্ক সত্ত্বেও অস্ট্রেলিয়ায় দূত ফেরত পাঠাচ্ছে ফ্রান্স

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০২১, ১০:৩৩আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১০:৩৩

ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি বাতিলের পর বিতর্ক শুরুর অস্ট্রেলিয়ায় ফের দূত পাঠাচ্ছে প্যারিস। ফ্রান্স বলছে অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত করতেই রাষ্ট্রদূত পাঠানো হচ্ছে।

গত মাসে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র আকাস নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পশ্চিমা প্রভাব বজায় রাখতে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিন তৈরির প্রযুক্তি দেবে ওয়াশিংটন ও লন্ডন। এই চুক্তির কারণে ফ্রান্সের সঙ্গে আগে থেকে স্বাক্ষরিত একটি সাবমেরিন ক্রয় চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া।

ছয় হাজার পাঁচশ’ কোটি ডলারের ওই চুক্তি বাতিলকে ‘পিছন থেকে ছুরিকাঘাত’ আখ্যা দেয় ফ্রান্স। এর প্রতিবাদে ওয়াশিংটন ও ক্যানবেরা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় প্যারিস।

তবে সম্প্রতি ওয়াশিংটনে দূত ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় প্যারিস। তারপরও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক শীতল থেকে যায়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার সঙ্গে ফোনে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রীকেও প্রত্যাখ্যান করেন ফরাসি বাণিজ্যমন্ত্রী। গত সপ্তাহে অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের একটি বাণিজ্য চুক্তির আলোচনাও পিছিয়ে যায়।

বুধবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জেন-ইয়েভস লা দ্রিয়ান বলেন তার দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু করতে চায়। তিনি বলেন, এতে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সম্পৃক্ত থাকতে আমাদের প্রতিশ্রুতির ওপর কোনও প্রভাব পড়বে না। তিনি বলেন, নতুন রাষ্ট্রদূত বাতিল হওয়া চুক্তি ইস্যুতেও ‘আমাদের স্বার্থ রক্ষা’ করবে।

ওই চুক্তির আওতায় ক্যানবেরা ইতোমধ্যে ৯০ কোটি ডলার খরচ করেছে। এছাড়া চুক্তি ভঙ্গ করার শর্ত অনুযায়ী ন্যূনতম ২৮ কোটি ৮০ লাখ ডলার পরিশোধ করবে। অস্ট্রেলিয়া বলছে, তারা ফ্রান্সের ‘গভীর হতাশা’ বুঝতে পারছে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা