X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এরদোয়ান-বাইডেন বৈঠক, এফ ১৬ নিয়ে আলোচনা

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০২১, ১৯:৩৬আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৯:৩৬

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার ইতালিতে জি-২০ সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকে মিলিত হন দুই নেতা। এ সময় তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহসহ নানা বিষয়ে কথা বলেন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

তুরস্ক রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর দেশটিতে এফ-১৬ যুদ্ধবিমান রফতানি আটকে দেন মার্কিন আইনপ্রণেতারা। এ নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এছাড়া মানবাধিকার ইস্যুতেও উভয় দেশের মধ্যে জোরালো মতপার্থক্য রয়েছে। প্রতিরক্ষা ও মানবাধিকার ইস্যুতে দুই দেশের মধ্যে এমন উত্তেজনার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো।

বৈঠকে বাইডেন জানিয়েছেন, এফ-১৬ যুদ্ধবিমানের জন্য আঙ্কারার অনুরোধের বিষয়টি যুক্তরাষ্ট্রে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এছাড়া দুই দেশের মধ্যকার বিদ্যমান মতবিরোধ কার্যকরভাবে সামাল দেওয়ার তাগিদ দেন তিনি।

যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, রোমে অনুষ্ঠিত ওই বৈঠকে বাইডেন মানবাধিকারের বিষয়টিও তুলে ধরেছেন।

মার্কিন প্রশাসনের আরেকজন কর্মকর্তা শনিবার জানিয়েছিলেন, কোনও ত্বরিৎ পদক্ষেপ যে দুই দেশের সম্পর্কের জন্য উপকারী হবে না; সে ব্যাপারে এরদোয়ানকে সতর্ক করবেন বাইডেন।

রবিবার দুই নেতার বৈঠক শেষে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন আমাদের প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং ন্যাটো মিত্র হিসেবে তুরস্কের গুরুত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তবে দেশটিতে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্ব, মানবাধিকারের প্রতি সম্মান এবং শান্তি ও সমৃদ্ধির জন্য আইনের শাসনের ওপর জোর দিয়েছেন।

বৈঠক শুরুর আগে দুই নেতা ছবির জন্য পোজ দেন। এ সময় সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, তিনি তুরস্কের কাছে এফ-১৬ সরবরাহের পরিকল্পনা করছেন কিনা? উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি একটি ভালো আলোচনার পরিকল্পনা করছেন।

/এমপি/
সম্পর্কিত
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা