X
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
১৯ অগ্রহায়ণ ১৪৩০

নিজের বানানো প্লেনে পরিবার নিয়ে ইউরোপ ভ্রমণ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২২, ১৭:০৬আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৭:০৬

সারা বিশ্বের এভিয়েশন শিল্প যখন করোনাভাইরাস মহামারির বিরুপ প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে তখন নিজের বানানো এক প্লেনে পরিবার নিয়ে ইউরোপ ভ্রমণ শুরু করেছেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি। বর্তমানে লন্ডনে বসবাস করা অশোক আলিশেরিল থামারাক্ষণের মূল বাড়ি ভারতের কেরালায়। করোনা লকডাউনের সময় নিজেই তৈরি করেন একটি প্লেন।

কেরালার আলাপ্পুঝার বাসিন্দা থামারাক্ষণের প্লেনটি তৈরি  করতে লেগেছে প্রায় ১৮ মাস। চার আসনের প্লেনটির মডেল ‘স্লিং টিএসআই’। তিনি এর নাম রেখেছেন ‘জি-দিয়া’। দিয়া তার সবচেয়ে ছোট মেয়ের নাম।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে ২০০৬ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান অশোক আলিশেরিল থামারাক্ষণ। বর্তমানে তিনি ফোর্ড মোটর কোম্পানিতে কাজ করছেন।

অশোক আলিশেরিল থামারাক্ষণ ভারতের সাবেক এমএলএ এ ভি থামারাক্ষণের ছেলে। পাইলটের লাইসেন্সধারী অশোক আলিশেরিল থামারক্ষণ নিজের বানানো প্লেন নিয়ে এখন পর্যন্ত জার্মানি, অস্ট্রিয়া এবং চেক রিপাবলিক ভ্রমণ করেছেন।

প্লেন বানানোর ধারণা কিভাবে পেলেন জানতে চাইলে থামারাক্ষণ বলেন, ‘২০১৮ সালে পাইলট লাইসেন্স পাওয়ার পর প্রাথমিকভাবে আমি ভ্রমণের জন্য দুই সিটের প্লেন ভাড়া করতাম। তবে আমার পরিবারে স্ত্রী ও দুই মেয়ে থাকায় আমাদের চার সিটের প্লেনের প্রয়োজন পড়ে। তবে তা পাওয়া কঠিন ছিল, আর যদি পাওয়া গেলেও সেগুলো হতো অনেক পুরনো’।

চার সিটের প্লেন পাওয়ার এই জটিলতা থেকে লকডাউনের সময় তার গবেষণার বিষয় হয়ে ওঠে প্লেন। আর তা থেকেই বাড়িতে প্লেন বানানো শেখেন তিনি।

নিজের প্লেন বানাতে ৩৮ বছরের থামারাক্ষণ জোহানেসবার্গভিত্তিক কোম্পানি স্লিং এয়ারক্রাফট পরিদর্শন করেন। ২০১৮ সালে ওই সফরের সময় তিনি স্লিং টিএসআই প্লেন বানানো শেখেন। কারখানা পরিদর্শনের পর থামারক্ষণ নিজের প্লেন বানানোর যন্ত্রাংশ কেনার আদেশ দেন।

করোনা লকডাউনের সময় হাতে প্রচুর সময় থাকায় এবং অর্থ খরচ কমাতে তিনি প্লেন তৈরির উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হাতে নেন। প্লেনটি বানাতে তার মোট এক কোটি ৮০ লাখ রুপির মতো খরচ হয়েছে।।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
নেতানিয়াহুর দুর্নীতির বিচার আবার শুরু
উত্তর গাজায় অভিযান সমাপ্তির পথে: ইসরায়েলি জেনারেল
মণিপুরে দুই সশস্ত্র গোষ্ঠীর বন্দুকযুদ্ধে নিহত ১৩
সর্বশেষ খবর
ডা. মুরাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ডা. মুরাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
আল নাসরের পরের ম্যাচে যে কারণে নেই রোনালদো
আল নাসরের পরের ম্যাচে যে কারণে নেই রোনালদো
অবরোধের সমর্থনে জাবিতে ছাত্রদলের মশাল মিছিল
অবরোধের সমর্থনে জাবিতে ছাত্রদলের মশাল মিছিল
ব্যবসা থেকে আয় নেই, গুলশান-বসুন্ধরা-পূর্বাচলে আছে কোটি কোটি টাকার সম্পদ
চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগ প্রার্থীব্যবসা থেকে আয় নেই, গুলশান-বসুন্ধরা-পূর্বাচলে আছে কোটি কোটি টাকার সম্পদ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: ঘূর্ণিঝড় মিগজাউমের সর্বশেষ আপডেট
আজকের আবহাওয়া: ঘূর্ণিঝড় মিগজাউমের সর্বশেষ আপডেট
শ্রম ইস্যুতে মার্কিন বিধিনিষেধে পড়লে কী করবে সরকার?
করণীয় নির্ধারণে বৈঠক আজশ্রম ইস্যুতে মার্কিন বিধিনিষেধে পড়লে কী করবে সরকার?
সিএনজি প্রতিস্থাপনে ১১৩ কোটি টাকার ঘুষ বাণিজ্য!
সিএনজি প্রতিস্থাপনে ১১৩ কোটি টাকার ঘুষ বাণিজ্য!
ফের ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধনের ঘোষণা বিএনপির
ফের ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধনের ঘোষণা বিএনপির
রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা