X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

চীন সমর্থিত পূর্ব ইউরোপীয় ফোরাম ছাড়লো লাটভিয়া, এস্তোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২২, ১৮:১৩আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৮:১৩

পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্য চীনের পৃষ্ঠপোষকতায় গঠিত একটি ফোরাম ছাড়ার ঘোষণা দিয়েছে লাটভিয়া ও এস্তোনিয়া। চীনের ক্রমবর্ধমান জোরদার কূটনীতির জন্য এটিকে একটি বড় আঘাত হিসেবে মনে করা হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক জোরদার হওয়ার পর এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিলো পূর্ব ইউরোপীয় দেশ দুটি। ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সমালোচনা করতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন। তবে পশ্চিমাদের পক্ষ থেকে মস্কোর ওপর জারি করা নিষেধাজ্ঞার সমালোচনা করেছে বেইজিং।

ইউক্রেনে আক্রমণ শুরুর কয়েক সপ্তাহ আগে চীন সফর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সঙ্গে নিয়ে দুই নেতা ঘোষণা দেন তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের কোনও সীমা নেই।

বাল্টিক দেশ লিথুয়ানিয়র বিরুদ্ধে চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপও লাটভিয়া ও এস্তোনিয়ার এমন সিদ্ধান্তের নেপথ্যে ভূমিকা রেখেছে। তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির জন্য লিথুয়ানিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে চীন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, লাটভিয়ার বর্তমান পররাষ্ট্র ও বাণিজ্য নীতির অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যান্ড চায়না সহযোগিতা ফ্রেমওয়ার্কে আমরা থাকব না।

এস্তোনিয়াও একই ধরনের বিবৃতি দিয়েছে। ফোরামে না থাকার ঘোষণা দিয়ে তারা বলেছে, চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্কের জন্য কাজ অব্যাহত থাকবে।

২০১২ সাল থেকে এই ফোরামে রয়েছে এস্তোনিয়া। গত ফেব্রুয়ারির পর এই ফোরামের কোনও বৈঠকে দেশটি অংশগ্রহণ করেনি।

শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় সার্বিয়াসহ ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে এই ফোরাম গড়ে তুলেছিল চীন। এই প্রকল্পের আওতায় ইউরেশিয়া মহাদেশজুড়ে সেতু, রেললাইন, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য অবকাঠামো গড়ে তুলতে চায় চীন।

চীন এই ফোরামকে ‘১৭ প্লাস ওয়ান’ হিসেবে গড়ে তুলেছিল। কিন্তু এখন ইউরোপীয় সদস্যের সংখ্যা কমে দাঁড়ালো ১৪টিতে।

 

/এএ/
সম্পর্কিত
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল