X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে জ্বালানির ভয় ছড়ানো অযৌক্তিক: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ১০:৪৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৩:৪১

ফ্রান্সে জ্বালানির ভয় ছড়ানো অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আলবেনিয়ায় ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিম বলকান দেশগুলোর নেতাদের এক শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে ফ্রান্সে ভয় জাগিয়ে তোলা অযৌক্তিক। ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা সত্ত্বেও ফ্রান্স এই শীত উতরে যেতে পারবে।

তিনি বলেন, সরকারি কর্তৃপক্ষের কাজ ভীতি ছড়ানো কিংবা ভয় দেখিয়ে শাসন করা নয়।

তার ভাষায়, ‘আমাদের লোকজনকে ভয় দেখানো উচিত নয়। এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। যুদ্ধ সত্ত্বেও আমরা এই শীত উতরে যাবো।’

বলা হয়ে থাকে নেপোলিয়ন ও হিটলারের বিরুদ্ধে মস্কোর জয়ের সহযোগিতা করেছিল শীতল আবহাওয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন বাজি ধরছেন, এই শীতে জ্বালানির আকাশছোঁয়া মূল্য এবং সম্ভাব্য ঘাটতির ফলে রাশিয়ার শর্তে রাজি হয়ে চুক্তি করতে ইউক্রেনকে বাধ্য করবে ইউরোপ। ক্রেমলিনের  এমন চিন্তাভাবনার বিষয়ে অবগত এমন দুইটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মস্কো এটিকে শান্তির একমাত্র পথ মনে করছে। কিয়েভ জানিয়েছে, রুশরা ইউক্রেনের দখলকৃত সব ভূখণ্ড ছেড়ে যাওয়ার আগে তারা মস্কোর সঙ্গে কোনও সমঝোতা করবে না। তাই শীতের ওপর ভরসা রাখতে চাইছে ক্রেমলিন।

রুশ কর্তৃপক্ষের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, আমাদের হাতে সময় আছে। আমরা অপেক্ষা করতে পারি। এবারের শীতকাল ইউরোপীয়দের জন্য দীর্ঘ ও কষ্টকর হতে যাচ্ছে। আমরা প্রতিবাদ, বিক্ষোভ দেখতে পাবো। ইউক্রেনকে সহযোগিতার ক্ষেত্রে কয়েকজন ইউরোপীয় নেতা হয়তো দুইবার ভাববেন এবং মনে করবেন চুক্তি করার সময় হয়েছে।

ক্রেমলিন ঘনিষ্ঠ দ্বিতীয় আরেকটি সূত্র বলছে, মস্কো ভাবছে ইতোমধ্যেই তারা ইউরোপীয় ঐক্যে ফাটল ধরিয়েছে। শীতের প্রতিকূল বাস্তবতায় এই প্রক্রিয়া আরও দ্রুততর হবে।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন