X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ইউক্রেনকে যে দুঃসংবাদ দিলেন ন্যাটো মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬

ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমাদের সামরিক জোটের সদস্য হবে ইউক্রেন। কিন্তু ইউক্রেন যে দ্রুততার সঙ্গে সদস্য হতে চাইছে তেমন কিছু হচ্ছে না। ন্যাটোতে ইউক্রেনের যোগদান একটি দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি। এতে সময় লাগবে। কিন্তু রাশিয়ার আক্রমণ মোকাবিলায় কিয়েভকে স্বাধীন থাকতে হবে। মঙ্গলবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত কয়েক বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য হতে চাইছে ইউক্রেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া দেশটিতে আক্রমণের পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দ্রুততার সঙ্গে ন্যাটোর সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার আক্রমণের কিছু দিন পর ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আবেদন করেছে ইউক্রেন। জুন মাসে দেশটি ব্লকটির প্রার্থী সদস্য হয়েছে।

ন্যাটো মহাসচিব বলেন, ন্যাটো মিত্ররা আমাদের জোটে ইউক্রেনকে সদস্য হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছে। কিন্তু একই সঙ্গে এই বিষয়টি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি।

মহাসচিব আরও বলেন, এখন গুরুত্বপূর্ণ হলো ইউক্রেনকে একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে টিকে থাকা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও ২৮টি ইউরোপীয় দেশের এই সামরিক জোটকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার নিরাপত্তার জন্য একটি হুমকি হিসেবে উল্লেখ করে আসছেন।

দ্রুততার সঙ্গে ন্যাটোর সদস্য হতে জেলেনস্কি চাপ দিলেও দেশটিকে পূর্ণাঙ্গ সদস্য করার বিষয়টি জোট মিত্ররা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন কিনা তা স্পষ্ট নয়, এমনকি যুদ্ধ শেষ হলেও।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেছেন, যখন যুদ্ধ শেষ হবে তখন আমাদের নিশ্চিত করতে হবে যা ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে।

জেন্স স্টোলটেনবার্গ বলেন, প্রেসিডেন্ট পুতিন প্রতিবেশীদের ওপর আক্রমণ চালিয়ে যেতে পারেন না। তিনি ইউক্রেনকে নিয়ন্ত্রণ করতে চান, তিনি শান্তির পরিকল্পনা করছেন না। তিনি আরও যুদ্ধের পরিকল্পনা করছেন।

মঙ্গলবার ফিনল্যান্ডের পার্লামেন্টে দেশটির দ্রুত ন্যাটোতে যোগদানের একটি বিলে আলোচনা হবে। বুধবার এই বিষয়ে একটি ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে।

বিগত বছরগুলোতে নিরপেক্ষ থাকলেও ইউক্রেনে রুশ আক্রমণের পর গত বছর ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটো মিত্র তুরস্ক ও হাঙ্গেরি দেশ দুটির জোটে যোগদানের বিষয়টি অনুস্বাক্ষর করেনি।

 

/এএ/
সম্পর্কিত
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
সর্বশেষ খবর
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
এনবিআর কেন বিভক্ত হয়েছে, ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং
এনবিআর কেন বিভক্ত হয়েছে, ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং
প্রোটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রাবাদা
প্রোটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রাবাদা
এনবিআর বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনও প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
এনবিআর বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনও প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি