X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইউক্রেনকে যে দুঃসংবাদ দিলেন ন্যাটো মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬

ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমাদের সামরিক জোটের সদস্য হবে ইউক্রেন। কিন্তু ইউক্রেন যে দ্রুততার সঙ্গে সদস্য হতে চাইছে তেমন কিছু হচ্ছে না। ন্যাটোতে ইউক্রেনের যোগদান একটি দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি। এতে সময় লাগবে। কিন্তু রাশিয়ার আক্রমণ মোকাবিলায় কিয়েভকে স্বাধীন থাকতে হবে। মঙ্গলবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত কয়েক বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য হতে চাইছে ইউক্রেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া দেশটিতে আক্রমণের পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দ্রুততার সঙ্গে ন্যাটোর সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার আক্রমণের কিছু দিন পর ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আবেদন করেছে ইউক্রেন। জুন মাসে দেশটি ব্লকটির প্রার্থী সদস্য হয়েছে।

ন্যাটো মহাসচিব বলেন, ন্যাটো মিত্ররা আমাদের জোটে ইউক্রেনকে সদস্য হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছে। কিন্তু একই সঙ্গে এই বিষয়টি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি।

মহাসচিব আরও বলেন, এখন গুরুত্বপূর্ণ হলো ইউক্রেনকে একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে টিকে থাকা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও ২৮টি ইউরোপীয় দেশের এই সামরিক জোটকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার নিরাপত্তার জন্য একটি হুমকি হিসেবে উল্লেখ করে আসছেন।

দ্রুততার সঙ্গে ন্যাটোর সদস্য হতে জেলেনস্কি চাপ দিলেও দেশটিকে পূর্ণাঙ্গ সদস্য করার বিষয়টি জোট মিত্ররা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন কিনা তা স্পষ্ট নয়, এমনকি যুদ্ধ শেষ হলেও।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেছেন, যখন যুদ্ধ শেষ হবে তখন আমাদের নিশ্চিত করতে হবে যা ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে।

জেন্স স্টোলটেনবার্গ বলেন, প্রেসিডেন্ট পুতিন প্রতিবেশীদের ওপর আক্রমণ চালিয়ে যেতে পারেন না। তিনি ইউক্রেনকে নিয়ন্ত্রণ করতে চান, তিনি শান্তির পরিকল্পনা করছেন না। তিনি আরও যুদ্ধের পরিকল্পনা করছেন।

মঙ্গলবার ফিনল্যান্ডের পার্লামেন্টে দেশটির দ্রুত ন্যাটোতে যোগদানের একটি বিলে আলোচনা হবে। বুধবার এই বিষয়ে একটি ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে।

বিগত বছরগুলোতে নিরপেক্ষ থাকলেও ইউক্রেনে রুশ আক্রমণের পর গত বছর ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটো মিত্র তুরস্ক ও হাঙ্গেরি দেশ দুটির জোটে যোগদানের বিষয়টি অনুস্বাক্ষর করেনি।

 

/এএ/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী