X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুইজারল্যান্ডের অব্যবহৃত লেপার্ড ২ ট্যাংক কিনতে চায় জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৩, ২৩:৩১আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০১:৩৯

সুইজারল্যান্ডের কাছ থেকে অব্যবহৃত কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত আছে এমন লেপার্ড ২ ট্যাংক কিনতে চায় জার্মানি। বার্লিন ও পশ্চিমা মিত্ররা প্রতিশ্রুতি রক্ষায় ইউক্রেনে ট্যাংক পাঠানোর ফলে যে ঘাটতি তৈরি হবে সেগুলো মেটানো হবে এসব ট্যাংক দিয়ে। শুক্রবার সুইস সরকার এই তথ্য জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

সুইজারল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জার্মানির প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী ২৩ ফেব্রুয়ারি সুইস প্রতিরক্ষামন্ত্রী ভিওলা আমহার্ডের কাছে লিখিতভাবে লেপার্ড ২ ট্যাংক কেনার প্রস্তাব দিয়েছেন। তারা এমন সব ট্যাংক কিনতে চেয়েছেন যেগুলো সুইস আর্মি ব্যবহারের পরিকল্পনা করছে না।

দুই জার্মানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কিনতে পারলে এসব ট্যাংক ইউক্রেনে পাঠানো হবে না এবং এগুলো জার্মানি বা ন্যাটো বা ইউরোপীয় অংশীদাররা নিজেদের ঘাটতি পূরণে ব্যবহার করবে। এছাড়া এতে যন্ত্রাংশ স্থলাভিষিক্ত করার সুযোগও বাড়বে।

সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে চলছে। এতে সমস্যা তৈরি হয়েছে। বেশ কিছু দিন চেষ্টার পরও জার্মানি সুইজারল্যান্ডের কাছ থেকে বিমানবিধ্বংসী অস্ত্রের গোলাবারুদ সরবরাহ নিশ্চিত করতে পারেনি। জার্মানি জেপার্ড নামের এই অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করেছে।

সুইস মন্ত্রণালয় জানায়নি জার্মানি কতটি লেপার্ড ২ ট্যাংক কিনতে চেয়েছে। সুইজারল্যান্ডের কাছে জার্মানি নির্মিত এই মডেলের ২৩০টি ট্যাংক রয়েছে। এগুলোর মধ্যে ৯৬টি ব্যবহার করা হচ্ছে না।

গত সপ্তাহে সুইস প্রতিরক্ষামন্ত্রী জার্মান সরকারের অনুরোধের সাড়া দিয়ে বলেছিলেন, যে কোনও অস্ত্র বিক্রির সিদ্ধান্তের ক্ষেত্রে পার্লামেন্টের ঘোষণা লাগবে। যাতে বলা হবে এসব ট্যাংক আনুষ্ঠানিকভাবে সামরিক সেবা থেকে প্রত্যাহার করা হয়েছে। পার্লামেন্টে এমন আলোচনা চলছে। ফলে কোনও সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি।

ইউক্রেনকে নিজেদের সেনাবাহিনীর মজুতে থাকা ১৮টি লেপার্ড ২ ট্যাংক দিচ্ছে জার্মানি। এই মাসের শেষ দিকে এসব ট্যাংক কিয়েভকে সরবরাহ করা হতে পারে। সুইডেন, পর্তুগাল ও জার্মানির দেওয়া ট্যাংকগুলো মিলে একটি ব্যাটালিয়ান হবে। পোল্যান্ডসহ আরও কয়েকটি দেশও ইউক্রেনকে লেপার্ড ২ ট্যাংক সরবরাহ করছে।

 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না