X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সুইজারল্যান্ডের অব্যবহৃত লেপার্ড ২ ট্যাংক কিনতে চায় জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৩, ২৩:৩১আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০১:৩৯

সুইজারল্যান্ডের কাছ থেকে অব্যবহৃত কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত আছে এমন লেপার্ড ২ ট্যাংক কিনতে চায় জার্মানি। বার্লিন ও পশ্চিমা মিত্ররা প্রতিশ্রুতি রক্ষায় ইউক্রেনে ট্যাংক পাঠানোর ফলে যে ঘাটতি তৈরি হবে সেগুলো মেটানো হবে এসব ট্যাংক দিয়ে। শুক্রবার সুইস সরকার এই তথ্য জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

সুইজারল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জার্মানির প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী ২৩ ফেব্রুয়ারি সুইস প্রতিরক্ষামন্ত্রী ভিওলা আমহার্ডের কাছে লিখিতভাবে লেপার্ড ২ ট্যাংক কেনার প্রস্তাব দিয়েছেন। তারা এমন সব ট্যাংক কিনতে চেয়েছেন যেগুলো সুইস আর্মি ব্যবহারের পরিকল্পনা করছে না।

দুই জার্মানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কিনতে পারলে এসব ট্যাংক ইউক্রেনে পাঠানো হবে না এবং এগুলো জার্মানি বা ন্যাটো বা ইউরোপীয় অংশীদাররা নিজেদের ঘাটতি পূরণে ব্যবহার করবে। এছাড়া এতে যন্ত্রাংশ স্থলাভিষিক্ত করার সুযোগও বাড়বে।

সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে চলছে। এতে সমস্যা তৈরি হয়েছে। বেশ কিছু দিন চেষ্টার পরও জার্মানি সুইজারল্যান্ডের কাছ থেকে বিমানবিধ্বংসী অস্ত্রের গোলাবারুদ সরবরাহ নিশ্চিত করতে পারেনি। জার্মানি জেপার্ড নামের এই অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করেছে।

সুইস মন্ত্রণালয় জানায়নি জার্মানি কতটি লেপার্ড ২ ট্যাংক কিনতে চেয়েছে। সুইজারল্যান্ডের কাছে জার্মানি নির্মিত এই মডেলের ২৩০টি ট্যাংক রয়েছে। এগুলোর মধ্যে ৯৬টি ব্যবহার করা হচ্ছে না।

গত সপ্তাহে সুইস প্রতিরক্ষামন্ত্রী জার্মান সরকারের অনুরোধের সাড়া দিয়ে বলেছিলেন, যে কোনও অস্ত্র বিক্রির সিদ্ধান্তের ক্ষেত্রে পার্লামেন্টের ঘোষণা লাগবে। যাতে বলা হবে এসব ট্যাংক আনুষ্ঠানিকভাবে সামরিক সেবা থেকে প্রত্যাহার করা হয়েছে। পার্লামেন্টে এমন আলোচনা চলছে। ফলে কোনও সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি।

ইউক্রেনকে নিজেদের সেনাবাহিনীর মজুতে থাকা ১৮টি লেপার্ড ২ ট্যাংক দিচ্ছে জার্মানি। এই মাসের শেষ দিকে এসব ট্যাংক কিয়েভকে সরবরাহ করা হতে পারে। সুইডেন, পর্তুগাল ও জার্মানির দেওয়া ট্যাংকগুলো মিলে একটি ব্যাটালিয়ান হবে। পোল্যান্ডসহ আরও কয়েকটি দেশও ইউক্রেনকে লেপার্ড ২ ট্যাংক সরবরাহ করছে।

 

/এএ/
সম্পর্কিত
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
ভারতের সঙ্গে সংঘাত বড় ধরনের আর্থিক প্রভাব ফেলবে না: পাকিস্তানের অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জাতীয় সংগীতের অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় সংগীতের অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়