X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ন্যাটোর ইউরোপীয় মিত্রদের হিমার্স পরিচালনা শেখাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৩, ০৩:০০আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৩:০০

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সফলতায় আলোচনায় আসা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) পরিচালনা করা প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ন্যাটো জোটের ইউরোপীয় মিত্র দেশগুলোর সেনাবাহিনীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।

মার্কিন সেনাবাহিনীর ভি কর্পস একটি সম্মেলনে নেতৃত্ব দেবে। এই সম্মেলনে একটি প্রশিক্ষণ অধিবেশন থাকবে যার লক্ষ্য হবে হিমার্স ও সংশ্লিষ্ট ব্যবস্থার পরিচালনা ও টিকিয়ে রাখার জ্ঞান বাড়ানো। পূর্ব ও মধ্য ইউরোপে এই প্রশিক্ষণ আয়োজন করা হতে পারে।

ভি কর্পস-এর বিবৃতি অনুসারে, দ্য ইউরোপিয়ান হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ইনিশিয়েটিভ নামে পরিচিত এই প্রশিক্ষণ অধিবেশনে অন্তর্ভুক্ত থাকবে কীভাবে কার্যকরভাবে অস্ত্র ব্যবস্থাটি পরিচালনা ও লড়াই করা যায়। এতে বিদেশি সেনারা মার্কিন ইউনিটের সঙ্গে অংশগ্রহণ করবে।

এম১৪২ হিমার্স অস্ত্র ব্যবস্থাটি নির্মাণ করেছে মার্কিন অস্ত্র কোম্পানি লকহিড মার্টিন। এগুলো অত্যাধুনিক চাকায় বসানো মাল্টিপল রকেট লঞ্চার। এগুলো নির্ভুল আঘাতে সক্ষম একাধিক রকেট ছুড়তে পারে। যা ৪০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত গ্রীষ্মে ইউক্রেনে হিমার্স ব্যবস্থা পাঠানো শুরু করে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত ৩৮টি হিমার্স রকেট ও এর গোলাবারুদ পাঠানো হয়েছে।

১ জুন প্রতিরক্ষানীতি বিষয়ক আন্ডারসেক্রেটারি কলিন কাহল বলেছিলেন, হিমার্স ব্যবস্থা ইউক্রেনের সেনাবাহিনীকে হাউইটজারের চেয়ে বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাতের সক্ষমতা এনে দেবে। হিমার্স সরবরাহের আগে হাউইটজার ইউক্রেনকে সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ হিমার্সকে ইউক্রেনীয় প্রতিরক্ষার শক্তিশালী হাতিয়ার বলে উল্লেখ করেছিলেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, হিমার্স ও অপর নির্ভুল আঘাতে সক্ষম অস্ত্র যুদ্ধের গতিপথ তাদের পক্ষে নিয়ে আসছে।

/এএ/
সম্পর্কিত
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
সর্বশেষ খবর
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
এক নম্বর হতে চান মিরাজ
এক নম্বর হতে চান মিরাজ
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
ইস্তাম্বুলে রুশ প্রতিনিধি নয়, পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি