X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাখমুতে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৩, ২০:৫৩আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২০:৫৩

বাখমুতে চলমান লড়াই ইউক্রেনীয় সেনাবাহিনীর রুশ সেনাদের ‘হত্যার উৎসবে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল মার্ক মিলি। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে একথা বলেছেন তিনি।

জেনারেল মার্ক মিলি বলেছেন, প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ডনেস্কতে রুশ সেনারা গত তিন সপ্তাহে কোনও অগ্রগতি অর্জন করতে পারেনি। রুশরা শৃঙ্খলা, লজিস্টিকস, মৌলিক কৌশল ও সেনাদের প্রশিক্ষণে বড় ধরনের সমস্যায় রয়েছে।

তিনি বলেছেন, এটি রুশদেরকে হত্যার উৎসবে পরিণত হয়েছে। ইউক্রেনীয়দের কাছে মার খাচ্ছে তারা। বাখমুতে ইউক্রেনের সেনারা খুব ভালো লড়াই করছে। এর ফলে রুশরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।

পূর্ব ইউক্রেনের ডনবাসের অবস্থিত বাখমুত শহরটি ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধের মূল কেন্দ্রে পরিণত হয়েছে। এই লড়াইয়ে শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে এবং শহরের বাসিন্দারা অন্যত্র চলে গেছেন। রুশ বাহিনী এবং ওয়াগনার গ্রুপের ভাড়াটে যোদ্ধাদের আক্রমণ প্রতিহত করে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। যদিও উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

পশ্চিমা কর্মকর্তাদের ধারণা, বাখমুতে ২০ থেকে ৩০ হাজার রুশ সেনা আহত বা নিহত হয়েছে। ন্যাটোর ধারণা, একজন ইউক্রেনীয় সেনা নিহতের বিপরীতে রাশিয়া অন্তত ৫ জন সেনা হারাচ্ছে।

বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ডনেস্ক অঞ্চলে লড়াইয়ে ইউক্রেনের ৩১০ সেনা নিহত হয়েছে। তবে বাখমুতের চলমান লড়াইয়ে হতাহতের সংখ্যা উল্লেখ করেনি তারা।

মার্কিন জেনারেল মিলি বলেছেন, রুশ সেনারা এখন মূলত বাখমুতে যুদ্ধ পরিচালনা করছে। দেশটির ৬ হাজারের মতো প্রকৃত ভাড়াটে যোদ্ধা এবং ২০ থেকে ৩০ হাজারের মতো যোদ্ধা সংগ্রহ করা হয়েছে কারাগার থেকে।

বুধবার সন্ধ্যায় ইউক্রেনের জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস স্বীকার করেছে বাখমুতে কিছু মাত্রায় সাফল্য পেয়েছে রাশিয়া। তবে ইউক্রেনীয় সেনারা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার ইউক্রেনীয় সেনাবাহিনী বলেছে, রাশিয়া বাখমুত দখলের চেষ্টা করে যাচ্ছে। বুধবার রুশ সেনাদের অন্তত ২৮টি হামলা প্রতিহত করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার-এর নিয়মিত আপডেটেও বাখমুতে রাশিয়ার অগ্রগতির ইঙ্গিত রয়েছে। তারা বলেছে, ২৮ ও ২৯ মার্চের ভৌগলিক অবস্থানের ফুটেজ ইঙ্গিত দিচ্ছে বাখমুতের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিছুটা এগিয়েছে রুশ বাহিনী। রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ উত্তরের একটি স্টিল কারখানা দখল করেছে।

সূত্র: নিউজউইক

/এএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা